জেতার ব্যাপারে কনফিডেন্ট একমাত্র বিজেপিই, তৃণমূলের অভিযোগ নিয়ে পাল্টা জবাব দিলীপের

এবারের নির্বাচনে বিজেপিই জিতবে। প্রথমদফার নির্বাচনে ভোট দেওয়ার পরে এমনটাই প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। তিনি বলেছেন, হারার ভয়েই তৃণমূল সকাল থেকে নানা মন্তব্য করছে। তাঁর কটাক্ষ, তৃণমূল কংগ্রেস (trinamool congress) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) , সবাই চাপের মধ্যে রয়েছেন।

তৃণমূলের অভিযোগ

নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ করার পর এবার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিষয়টি নিয়ে এদিন তারা সিইও-র সঙ্গে দেখা করেন। এদিন সকাল থকে তৃণমূলের তরফ থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে। সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে। বুথে এজেন্ট বসানোর নিয়মের বদল নিয়ে মূলত প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূলের তরফে। নির্বাচন কমিশনে গিয়েছেন তৃণমূল সাংসদদের ১০ জনের প্রতিনিধি দল।

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

তৃণমূল জেনে গিয়েছে, তারা হারছে, তাই এই ধরনের মন্তব্য করছে তাঁরা। এদিন সকালে ঝাড়গ্রামের বাড়িতে ভোট দিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, অভিযোগ নিয়ে তৃণমূলের উচিত নির্বাচন কমিশনে যাওয়া। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মধ্যে রয়েছে। তাই তারা এধরনের মন্তব্য করছেন।

বিজেপিই জিতবে

তাদের দল বিজেপি এই নির্বাচনে জয়ী হবে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, জেতার ব্যাপারে একমাত্র বিজেপিই কনফিডেন্ট। এছাড়া, তৃণমূল, কংগ্রেস কিংবা বামেদের কোনও খোঁজ খবর নেই। তিনি বলেছেন, এই ৩০ টি আশনে লড়াইয়ে এবার আগেকার উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের প্রচারে খারাপ শব্দ ব্যবহারের অভিযোগ করেছেন। এটা তৃণমূলের হতাশার বহিপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রথম পর্যায়ে ১.৫৪ কোটি ভোটারের ভোটদান

পাঁচ রাজ্যে ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভোটগ্রহণ হচ্ছে শনিবার। এদিন বাংলার চারটি জেলার মোট ৩০টি আসনে ভোট হচ্ছে। এদিন ভোটাধিকার প্রয়োগ করছেন ১.৫৪ কোটি মানুষ। ২০১৬-র নির্বাচনে এই ৩০ টি আসনের মধ্যে ২৭ টি জিতেছিল তৃণমূল এবং ৩ টি পেয়েছিল বামেরা।

পাঁচ মিনিটে কমে গেল ভোট শতাংশ! নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাল তৃণমূল কংগ্রেস

Know all about
দিলীপ ঘোষ

More DILIP GHOSH News