কেমন আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ? বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য স্থানান্তরিত করা হচ্ছে এইমসে

ধীরে ধীরে উন্নতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থার। শনিবার সেনা হাসপাতাল সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। তিমধ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাষ্ট্রপতির দ্রুত আরোগ্যও কামনা করেছেন। এদিকে বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলেও খবর।এদিন রাষ্ট্রপতি ভবন সূত্রে একথা জানানো হয়েছে।

এদিন সেনা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুকে অস্বস্তি অনুভব করার কারণে শারীরিক অবস্থার চেক-আপ করা হয়েছিল তাঁর। তবে আপাতত তিনি স্থিতিশীল। বেশ কিছু জটিল শারীরিক পরীক্ষার জন্যই তাঁকে দিল্লির এইমসে রেফার করা হচ্ছে। তবে পরীক্ষার জন্য রাষ্ট্রপতিকে এইএমসে ভর্তি থাকতে হবে কিনা সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানা যায়নি। এদিকে শুক্রবারই রাষ্ট্রপতিকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে মোদী ছাড়াও অন্যান্য নেতা-মন্ত্রীরাও কোবিন্দের দ্রুত সুস্থতা কামনায় টুইট করেছেন।

এদিকে শুক্রবার সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভরতি সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখানেই তাঁর বেশ কিছু প্রাথমিক শারীরিক পরীক্ষাও হয়। এদিকে হাসপাতালের তরফে দেওয়া শেষ মেডিকেল বুলেটিনে জানানো হয়, আগের তুলনায় সুস্থই রয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তৈরি হয়েছে মেডিকেল বোর্ড।

More PRESIDENT News