কলকাতা: দেশজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। ভোটের বাংলাতেও চোখ রাঙাচ্ছে করোনা। শুক্রবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে নতুন করে আরও ৬৪৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম দফার ভোটের শুরুতেই দৈনিক সংক্রমণ বেড়ে চলায় বাড়তি উদ্বেগ প্রশাসনের। রাজ্যের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় ঘোর দুশ্চিন্তায় চিকিতসক মহল। নির্বাচন শেষে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দিন কয়েক ধরেই রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রথম পর্বের ভোটের আগের দিন সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে উদ্বেগ আরও বেড়েছে। রাজ্যের কোভিডগ্রাফ নতুন করে চিন্তা বাড়িয়েছে। নতুন করে রাজ্যে করোনায় কাবু ৬৪৬ জন। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নয়া এই আক্রান্তদের মধ্যে কলকাতার ২৩৯ জন। শহর কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। একদিনে এই জেলায় ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৮৩ হাজার ২৭ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩২০ জন।
করোনার সেকেন্ড ওয়েভ বিপজ্জনক হয়ে উঠছে একাধিক রাজ্যে। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। হাজার-হাজার মানুষ নতুন করে প্রতিদিন করোনা আক্রান্ত হচ্ছেন মারাঠাভূমে। পরিস্থিতি সামলাতে নাজেহাল দশা উদ্ধব ঠাকরের সরকারের। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে রাজ্যের একাধিক জেলায় কোথাও সম্পূর্ণ লকডাউন কোথাও বা আংশিক লকডাউন জারি করা হয়েছে। মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারাও। কীভাবে সংক্রমণে লাগাম পরানো যায় সেব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে মহারাষ্ট্র সরকারের সঙ্গে। একইভাবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু, কেরালা, কর্নাটকেও করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে।
এরই পাশাপাশি যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে সেখানকার সংক্রমণ পরিস্থিতি নিয়েও বাড়তি উদ্বেগ। ভোটের ঠিক আগের দিন রাজ্যের করোনা পরিস্থিতি রীতমতো উদ্বেগ বাড়িয়েছে। একদিনে প্রায় সাড়ে ছশো জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা শহরের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। একইসঙ্গে লাগোয়া উত্তর চব্বিশ পরগনা ও হাওড়াতেও ছড়াচ্ছে সংক্রমণ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.