নন্দীগ্রামে অমিত শাহের সভা
এবার শুভেন্দু অধিকারীর প্রচারে নন্দীগ্রামে রোড শো করবেন বিজেপির চাণক্য অমিত শাহ। ৩০ মার্চ নন্দীগ্রামে রোড শো করার কথা তাঁর। এর আগে শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে সভা করে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীকে নিয়ে এসে সভা করাবেন আগেই জানিয়েছিলেন শুভেন্দু।তবে অমিত শাহের রোড শো করার পরিকল্পনা হঠাৎ করেই স্থির হয়েছে বলে মনে করা হচ্ছে।
১ এপ্রিল ভোট নন্দীগ্রামে
নন্দীগ্রামে ১ এপ্রিল ভোট। অর্থাৎ দ্বিতীয় দফাতেই একুশের ভোটের হাইভোল্ডেজ কেন্দ্র নন্দীগ্রাম। এখানে একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একুশের ভোটের এপি সেন্টার হয়ে উঠেছে নন্দীগ্রাম। ৮ দফার ভোটে নন্দীগ্রামের দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের তাতে কোনও সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ নিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করার চ্যালেঞ্জ নিয়েছে।
উত্তপ্ত নন্দীগ্রাম
প্রথম দফার ভোটের দিনেই উত্তপ্ত নন্দীগ্রাম। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৩ তৃণমূল কর্মী আহত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুিফয়ান অভিযোগ করেছেন বিজেপির হার্মাদ আর জল্লাদরা তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে।
নন্দীগ্রামে মমতা
আগামিকাল অর্থাৎ ২৮ তািরখ থেকেই নন্দীগ্রামে থাকতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেেছন ২৮ তারিখ থেকে নন্দীগ্রামই হবে আমার ঘরবাড়ি। ১তারিখ পর্যন্ত সেখানে থাকবেন তিনি। অর্থাৎ ১ এপ্রিল পর্যন্ত নন্দীগ্রামে থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।