বিলগ্নিকরণ নতুবা ব্যবসা বন্ধ, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রির পিছনে কারণ দর্শাল কেন্দ্র

দোলাচল চলছে দীর্ঘদিন থেকেই। গত বাজেটেই এয়ার ইন্ডিয়া ও পবন হংস বিক্রির প্রক্রিয়া আগামী বাজেটের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানিয়ে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অবশেষে দেনায় ডুবে থাকা এয়ার ইন্ডিয়া নিয়ে এবার কড়া কথা শোনালেন কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী। হরদীপের দাবি এয়ার ইন্ডিয়াতে আর অংশীদারিতে কারবার চলবে না। সম্পূর্ণ বিলগ্নিকরণ করতে হবে এয়ার ইন্ডিয়াকে, নতুবা ব্যবসা বন্ধের দিকে এগোতে হবে।

এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। যা নিয়ে তীব্র চাপানৌতর শুরু হয়েছে বিভিন্ন মহলে।এদিন কেন্দ্রের তরফে নেওয়া নয়া সিদ্ধান্তের কথা জানান অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী। আগ্রহী ক্রেতাদের জন্য ৬৪ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে কেন্দ্র। সহজ কথায় এয়ার ইন্ডিয়া-কে যারা কিনতে চান তাদের ৬৪ দিনের মধ্যে আবেদন করতে হবে।

দীর্ঘ দিন ধরেই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কার্যত তীব্র অর্থনৈতিক দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। সঙ্কটময় পরিস্থিতির সামাল দিতে বেসরকারি সংস্থার হাতে এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ২০১৮ সালে সংস্থার ৭৬ শতাংশ অংশীদারি বিক্রি করা পক্ষে রায় দেয় সরকার। এবার তা বেড়ে হল ১০০ শতাংশ। যদিও সম্পত্তি হিসাবে এয়ার ইন্ডিয়া যে বেশ কতটা দামি এদিন সেই তথ্যও তুলে ধরেন হরদীপ। একইসাথে বর্তমানে বাজারে এয়ার ইন্ডিয়ার যে ৬০ হাজার কোটি টাকা দেনা রয়েছে সেকথাও বলেন তিনি।

সেনা হাসপাতাল থেকে এইমসে স্থানান্তর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে, অবস্থা স্থিতিশীল

More FLIGHT News