নয়াদিল্লি: ওপো এফ১৯ প্রো এবং এফ১৯ প্রো প্লাসের পর লঞ্চ করতে চলেছে ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F19 স্মার্ট ফোন। টিপস্ট্রার ইশান আগারওয়াল একটি টুইট করে জানিয়েছেন খুব শীঘ্রয় ভারতের বাজারে লঞ্চ হতে পারে এফ১৯ স্মার্ট ফোনটি। ওপো তরফে তাদের এই স্মার্ট ফোনের লঞ্চের দিন ঠিক না করলেও অনেকের অনুমান স্মার্ট ফোনটি লঞ্চ হতে পারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।

কিছু মাস আগে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে ওপো এফ১৯ প্রো এবং ওপো এফ১৯ প্রো প্লাস। ওপো এই সিরিজের জন্য আরেকটি ফোন লঞ্চ করতে উৎসাহী। খুব শীঘ্রই ভারতের বাজারে তারা ওপো এফ১৯ স্মার্ট ফোন লঞ্চ করবে বলে জানিয়েছে। তবে লঞ্চ হবার সঠিক কোনও সংবাদ তাদের তরফে এখনও জানানো হয়নি।

ওপো তরফে এফ১৯ স্মার্ট ফোন সম্পর্কে কিছু না জানানো হলেও টিপস্টার ইশান শর্মা এই ফোনের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী এই স্মার্ট ফোনে থাকছে ৫০০০ মেগাহার্জের ব্যাটারি পরিষেবা। এর পাশাপাশি ওপো এফ সিরিজের আগের দুটি স্মার্ট ফোনের মতো এই ফোনে থাকবে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা। এই মডেলে থাকতে পারে ৪৮মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরার সঙ্গে তিনটি সেন্সার। এছাড়াও অনুমান করা হচ্ছে এই ফোনে থাকতে পারে অ্যামোলেড প্যানেল এবং অ্যান্ড্রয়েড বেস কালার ১১ কাস্টম স্কিন।

প্রসেসরের ক্ষেত্রে আশা করা যেতে পারে এফ১৯ স্মার্ট ফোনে থাকতে পারে মিডিয়াটেক প্রসেসের। ওপো এফ১৯ প্রো প্লাসে ছিলো ডিমেনসিটি ৮০০ইউ এসোসি যেখানে এফ১৯ এ থাকতে পারে মিডিয়াটেক পি৯৫ প্রসেসর।

ক্যামেরার জন্য এফ১৯ স্মার্ট ফোনে থাকতে পারে ট্রিপিল রিয়ের ক্যামেরা যার মধ্য থাকবে ৪৮মেগাপিক্সেল এবং ফন্টের জন্য থাকবে ১৬ মেগাপিক্সেল ফন্ট সেন্সার। ওপো এফের প্রতিটা স্মার্ট ফোনে থাকছে ৪,৩১০ মেগাহার্জের ব্যাটারি পাওয়ার যা ৫০ ওয়াট ভিওওসি ফ্ল্যাশ চার্জে টেকনোলজি সাথে আসবে। এছাড়াও গ্রাহকের ফোনের সুরক্ষার জন্য থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ব্যাবস্থা।

টিপস্টার দেওয়া তথ্য অনুযায়ী ওপো এফ১৯ দামের দিকথেকে ভারতে ২০,০০০ এর ন্মধ্যে রাখা হতে পারে। ৮জি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজের জন্য এফ১৯ এর দাম হতে পারে ২১,৪৯০ টাকা। আবার ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজের দাম রাখা হতে পারে ২৩,৪৯০ টাকা। অন্যদিকে ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজের এফ১৯ এর ২১,৪৯০ টাকা দামে মিলতে পারে গ্রাহকদের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।