'আমি গ্রামের মেয়ে'
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি গ্রামের মেয়ে। আমি গ্রামে বড় হয়েছি। এক বছর অন্তর অন্তর আমি গ্রামে যাই।' এরসঙ্গেই মমতা বলেন, ছোট থেকে গ্রামে বড় হয়েছেন তিনি। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু নিজেকে ওই গ্রামের ভূমিপুত্র হিসাবে বহুবার ব্যাখ্যা করেছেন। এদিকে, শুভেন্দুর সেই বক্তব্যকে টার্গেট করে মমতা জানান দিয়েছেন, 'আমি আখ কাটতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি ধান কাটতে পারি, আমি ধান পুঁততে পারি। ঢেঁকিতে যে ধান কাটে, আমি সেটাও পারি।'
ভোটের দিন নিয়ে দিদির স্ট্র্যাটেজি
এদিন মমতা সাফ বার্তায় বলেন, ভোটের দিন মেশিন দু'বার অন আর দু'বার অফ হচ্ছে কি না দেখে তবেই যেন ভোটাররা ভোট দেন। ইভিএম খারাপ হয়েছে শুনে কেউ যেন ভোটকেন্দ্র থেকে 'পালিয়ে' না যান সেই বার্তাও দিয়েছেন দিদি। মমতা বলেন, কাউন্টিংয়ের দিন কেউ বিরিয়ানি দিলেও খাবেন না। ওতে 'ড্রাগ','বিষ' থাকতে পারে।
ফোকাসে নন্দীগ্রাম ও মমতার বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় এগিন অভিযোগের সুরে বলেন, কাঁথি ওয়ান আর কাঁথি টুতে ৩০ জন উত্তরপ্রদেশের গুন্ডাকে কাল রাতে পুলিশ গ্রেফতার করেছে। তিনি অভিযোগ তোলেন, কন্টাই থেকে নন্দীগ্রামেও বহিরাগত রয়েছে।
নন্দীগ্রামের মাটি সহজে ছাড়ছেন না দিদি!
এদিন বিজেপি নেতাদের 'রাজনৈতিকভাবে খরচা' করার ডাক দেন মমতা। জানান যাঁরা বাংলার মেয়েদের সম্মান করতে পারে না, তাঁদের যেন বাংলার মানুষ ভোট না দেন। এছাড়াও তাঁর দাবি নন্দীগ্রামে যতই বহিরাগত আসুক না কেন, ভোটের আগে থেকে টানা ৫ দিন তিনি নিজে নন্দীগ্রামে থাকবেন। মমতা সাফ জানান, 'আমি ইলেকশান করে তারপর যাব'। এর আগে শুভেন্দুও জানিয়েছেন যে, তিনি নন্দীগ্রামে ভোটের দিন সকাল থেকে এলাকায় থাকবেন। ফলে ১ এপ্রিল যে বাংলা যুযুধান লড়াই দেখতে চলেছে তা বলাই বাহুল্য।