বামেদের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জিতল কংগ্রেসই, দিল্লির অঙ্গুলিহেলনে জোটে সমঝোতা

বামেদের বিরুদ্ধে ঠান্ডা লড়াইয়ে শেষপর্যন্ত জয় হল কংগ্রেসের। স্নায়ুযুদ্ধে মাত দিয়ে শান্তিপুর আসনটি বামেদের থেকে ছিনিয়ে নিল তারা। এই আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জোটের আসন সমঝোতায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

শান্তিপুর আসনটি নিয়ে সংযুক্ত মোর্চার দুই শরিক কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে টানাপোড়েন চলছিল। গতবার এই আসনটি থেকে ভোটে লড়ছিল কংগ্রেস। কংগ্রেস তাই দাবি করেছিল, এই আসনটি তাদের ছাড়া হোক। কংগ্রেস গতবার এই আসনটি থেকে জয়লাভও করেছিল। কংগ্রেসের এই দাবি মানতে নারাজ ছিল সিপিএম।

বিমান বসু জানিয়ে দেন, শান্তিপুর থেকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নেই ভোটে লড়বে জোটের প্রার্থী। কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করেননি। কংগ্রেসের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আলিমুদ্দিনকে টেক্কা দিয়ে এই কেন্দ্র থেকে ঋজু ঘোষালকে প্রার্থী করে কংগ্রেস। বামেরা কংগ্রেসের এই পদক্ষেপ ভালোভাবে না নিলেও মুখোমুখি সংঘাতে যেতে নারাজ ছিল বামেরা।

কংগ্রেস ও বামফ্রন্টের বিবাদের জল গড়ায় দিল্লি পর্যন্ত।। দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কয়েক দফা কথাও হয়। শেষপর্যন্ত কংগ্রেস প্রার্থীকেও সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে মেনে নেয় বামফ্রন্ট। বাম নেতৃত্ব জানিয়ে দেয়, এই আসনে কংগ্রেসই প্রার্থী দিক। যেহেতু এই আসনটি কংগ্রেসের জেতা আসনস তারা সরে আসছে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে।

More CONGRESS News