ঋষভকে নিয়ে কী ভাবছে দল
ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিলেও আন্তর্জাতিক স্তরে কিংবা আইপিএলে অধিনায়কত্বের কোনও অভিজ্ঞতাই নেই ঋষভ পন্থের। সে কারণেই তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানকে দলের দায়িত্ব ছেড়ে দেওয়া নিয়ে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট দোটনার মধ্যে রয়েছে বলে এক সূত্র মারফত জানা গিয়েছে। শ্রেয়স আইয়ারের দল সাফল্যের যে উচ্চতায় পৌঁছে গিয়েছে, তা বজায় রাখতে মালিকপক্ষ কোনও অভিজ্ঞ হাতে দিল্লির ব্যাটন তুলে দিতে চাইছে বলে খবর। তাছাড়া অতিরিক্ত দায়িত্ব পন্থের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
লড়াইকে আর কারা
শ্রেয়স আইয়ারের অবর্তমানে দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তালিকায় স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন, শিখর ধাওয়ানের মতো পোড় খাওয়া ক্রিকেটাররা রয়েছেন। পন্থকে দায়িত্ব ছাড়া না হলে রাহানেকে দলের নেতা ঘোষণা করতে পারে দিল্লি ক্যাপিটালস।
এপ্রিলেই অস্ত্রোপচার শ্রেয়সের
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানা গিয়েছে, শ্রেয়স আইয়ারের চোট এতটাই গুরুতর যে তাঁর কাঁধে অস্ত্রোপচার না করলেই নয়। এপ্রিলেই এই গুরু কাজ সম্পন্ন করা হতে পারে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
শ্রেয়সের মাঠে ফেরার সম্ভাবনা
বিসিসিআই সূত্রে খবর, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে শ্রেয়স আইয়ারের চার থেকে পাঁচ মাস সময় লেগে যেতে পারে। এই দীর্ঘ সময়ে ভারতীয় ব্যাটসম্যান বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনে পাঠানো হতে পারে বলে খবর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই শ্রেয়স ম্যাচ ফিট হয়ে উঠবেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।