এনকোর স্টুডিও আইফোন ব্যবহারকারীদের জন্য এনেছে ফৌ-জি গেম। জানুয়ারি মাসে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই গেম চালু হলেও বর্তমানে এই গেম খেলতে পাড়বে আইফোন ব্যবহারকারীরা। আইফোন ব্যবহারকারীদের অ্যাপস্টোরে পাওয়া যাচ্ছে ফৌ-জি গেমটি।

ভারতে তৈরি ফৌ-জি গেমটি আইফোন ব্যবহারকারীদের মিলবে আইফোন, আইপ্যাড, আইপড এর জন্য অ্যাপ স্টোরে। বেঙ্গালুরুর এনকোর স্টুডিও এই গেমের নির্মাতা। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথমে এনকোর স্টুডিও ফৌ-জি গেমটি বানিয়ে থাকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে। তবে পরবর্তী সময়ে তারা আইফোন গ্রাহকদের জন্য এই গেম চালু করবার কথা জানায়। আর সেই কথা মতো ২ মাস পর মার্চে আইফোন গ্রাহকদের জন্য অ্যাপ স্টোরে সংযুক্ত করে ফৌ-জি গেমটি। ভারতে তৈরি এই গেমটির পেক্ষাপট সাজানো হয়েছে ভারত ও চিন সৈন্যের গালওয়ান যুদ্ধ নিয়ে।

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী চাইলে নিজেদের অ্যাপ স্টোরেজ থেকে ফৌ-জি গেমটি ডাউনলোড করতে পারে। ২০২১ আত্মপ্রকাশ করা ফৌ-জি গেমটিকে অনেকে পাবজির পরিবর্তন হিসেবে মনে করে। তবে এনকোরের তরফে জানানো হয়েছে এই ফৌ-জি গেমটি পিইউবিজি মোবাইলের প্রতিস্থাপন নয় বরং পাবজির থেকে সম্পূর্ণ আলাদা।

অ্যাপ স্টোরে থাকা ফৌ-জি গেমটি গোপনীয়তার জন্য গেমের ডাটা সংগ্রহ, তথ্য সংগ্রহ, শনাক্তকরণ, ডায়াগনিস্ট গ্রহন করে থাকে। তবে এই তথ্য সম্পর্কে অ্যাপেল কর্তৃপক্ষের তরফে কিছু বলা হয়নি। ফৌ-জি গেমটির পরিমাপ ৬৪৩এমবি। অ্যান্ড্রয়েড গেমের মতো আইফোনে এই গেমটি ফ্রি খেলা যাবে তবে সেক্ষেত্রে অপ্লিকেশনের জন্য গ্রাহককে ৮৯ থেকে ৩,৫৯৯ টাকা দিয়ে তা কিনতে হবে।

ফো-জি গেমে মাত্র একটি গেম মোড রয়েছে এবং একজন খেলোয়াড় শুধু এই গেম খেলতে পাড়বে। অন্যদিকে কিছুদিন আগে হিন্দি সিনেমা জগতের প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার জানিয়েছিলেন এই ফৌ-জি গেমে ৫ভি৫ টিম ডেথম্যাচ মোড রয়েছে এবং তা খুব শীঘ্রয় সংযুক্ত করা হতে পারে। এর পাশাপাশি ফৌ-জি গেমের সমস্ত মোড গুলি ফ্রি থাকার ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।