কলকাতা ফের করোনা-উদ্বেগের কেন্দ্র হয়ে উঠছে, উত্তর ২৪ পরগনাতেও বাড়ছে সংক্রমণ

বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে কলকাতা করোনা সংক্রমমে উদ্বেগের কেন্দ্র হয়ে উঠছে। উত্তর ২৪ পরগনাতেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা। বাংলার এই দুই জেলাই করোনা সংক্রমণে উদ্বেগের কেন্দ্র হয়ে উঠেছে আবারও। কলকাতায় করোনার দৈনিক সংক্রমণ ২০০ ছাড়িয়ে গিয়েছে। আর উত্তর ২৪ পরগনা দেড়শো পেরিয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা খানিক বেড়ে হয়েছে ৬৪৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩৯। উত্তর ২৪ পরগনায় ১৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ ফের বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১১৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩২১০৭। শুধু এদিনই কলকাতায় ২৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৭৩৩১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৬৫৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৫১৩৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২১৬২৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৭৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১০৯ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭৬৪৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৬৪৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৬ জন। হুগলিতে ২৯ জন বেড়ে আক্রান্ত ২৯৯৬১ জন।

দুই জেলা করোনা সংক্রমণ শূন্য

উত্তরবঙ্গের কালিম্পং এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম করোনা সংক্রমণ শূন্য। এই দুই জেলায় মাত্র তিনজন করে করোনা সক্রিয় রয়েছেন। কালিম্পংয়ে মোট করোনা আক্রান্ত ২২৩৭ জন। তার মধ্যে ২২০৭ জন সেরে গিয়েছেন। ২৭ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। তিনজন এখনও চিকিৎসাধীন। আর ঝাড়গ্রামে মোট আক্রান্ত ৩০৬৮। সেরে গিয়েছেন ৩০৪৩ জন। ২২ জনের মৃত্যু হয়েছে। তিন জন সক্রিয় রয়েছেন।

More CORONAVIRUS News