২৮ তারিখ থেকে নন্দীগ্রামই ঘর মমতার, চন্দ্রকোণার সভা থেকে ১ এপ্রিলের টার্গেট বেঁধে দিলেন মমতা

প্রথম দফার ভোট শেষ হতেই বঙ্গের সবচেয়ে েহভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে ভোট। তার তোরজোর আজ থেকেই শুরু করেদিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। চন্দ্রকোণার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ২৮ তারিখ থেকে তিনি নন্দীগ্রামেই থাকবেন। সেখানেই হবে তাঁর ঘরবাড়ি। ১ এপ্রিল পর্যন্ত নন্দীগ্রাম ছাড়বেন না তিনি। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। এবার নন্দীগ্রামই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। আর এখানে তাঁর লড়াই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।

নজরে নন্দীগ্রাম

নন্দীগ্রামের প্রস্তুতি শুরু করে দিলেন মমতা। শুক্রবার চন্দ্রকোণার সভা থেকে নন্দীগ্রামের ভোটের অস্ত্রে শান দিতে শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়বেন না আগেই হুঙ্কার দিয়েছেন। তাই ২৮ তারিখ অর্থাৎ রবিবার থেকেই নন্দীগ্রামে থাকতে শুরু করে দেবেন তিনি। ১ এপ্রিল পর্যন্ত নিজের কেন্দ্রেই থাকবেন তিনি। বিজেপি চেষ্টা করেও যাতে অশান্তি ছড়াতে না পারে সেকারণেই তিনি থাকবেন বলে জানিয়েছেন।

নাম না করে শুভেন্দুকে নিশানা

নন্দীগ্রামে ঘরে ঘরে গুন্ডাদের লুকিয়ে রাখছে বিজেপি কর্মী সমর্থকরা। নাম না করে শুভেন্দুকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের এনে লুকিয়ে রাখা হয়েছে নন্দীগ্রামে। প্রথম দফার ভোটেপ আগেই কাঁথি বাসস্ট্যান্ডে অস্ত্র সহ ৩০ জন ধরা পড়েছে। প্রথম দফার ভোটে অশান্তি ছড়ানোর চেষ্টা করবে বিজেপি এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

কমিশনে নালিশ

ইতিমধ্যেই প্রথম দফার ভোটে বহিরাগতদের এনে অশান্তি ছড়ানো হতে পারে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে তৃণমূল কংগ্রেস। কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও ব্রায়েন িনর্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন। তাঁরা অভিযোগ করেছেন নন্দীগ্রামে দুষ্কৃতীদের এনে জড়ো করে রাখা হয়েছে। ভগবানপুর, এগরা, পটাশপুরে অশান্তি হতে পারে ভোটের দিন। সাধারণ মানুষের সঙ্গে মিশে রয়েছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ করেছেন তিনি।

নন্দীগ্রামে বিক্ষোভ

আজ ফের নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আজ প্রচারে গিয়েছিলেন শুভেন্দু।সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত এই নন্দীগ্রামেই আক্রান্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পায়ে চোট লাগে। সবটাই সাজানো ঘটনা বলে অভিযোগ করেছে বিজেপি।

শুভেন্দুর বিরুদ্ধে ভোট-রণাঙ্গনে যুযুধান মমতা, রবিবার থেকে পাড়ি জমাচ্ছেন নন্দীগ্রামে

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News