শুভেন্দুকে তোপ
চন্দ্রকোণার সভা থেকে এদিন মমতা নাম না করে ক্ষোভ উগড়ে দেন নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে। 'সংখ্যালঘুদের ভোট নিয়েই মন্ত্রী হয়েছিলেন। আজ সংখ্যালঘুদের গাল দিচ্ছে।' প্রসঙ্গত, গতকালই শুভেন্দুর প্রচারে এসে হিন্দুত্বের কার্ডে ঝড় তোলেন গেরুয়া শিবিরের নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও বহু জায়গার সভায় শুভেন্দুকে দেখা যায় মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সুর চড়াতে । কার্যত এদিন তার জবাব দিলেন মমতা।
'দাড়ি থাকলেই রবীন্দ্রনাথ হয়না'
এদিন মমতা বন্দ্যোাপাধ্যায় চন্দ্রকোণার সভা থেকে একের পর এক তোপে তিনি টার্গেট করেন মোদীকে। সাফ ভাষায় মমতা জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান না হলে নরেন্দ্র মোদীর অফিসে গিয়ে তিনি ধরনা দিতে বসবেন। দাবি জানাবেন ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য। এরপরই মোদীকে তোপ দেগে মমতা বলেন,'দাড়ি থাকলেই সবাই রবীন্দ্রনাথ হয় না।'
অমিত শাহকে খোঁচা
এদিকে, অমিত শাহকে নাম না করে এদিন দাসপুরের সভায় মমতা 'হোদল কুতকুত ' আখ্যা দেন। চন্দ্রকোণার সভাতেও তিনি বলেন, ' দিল্লির এক হোঁদল কুতকুত মন্ত্রী আছে বলছে বাংলা দেখে নেবে। কী দেখবে? রাক্ষস নাকি,যে বাংলাকে গিলে খাবে? মমতাকে গিলে খাবে?আমাকে গিলে খেলে আমি পেট ফুঁড়ে বেরিয়ে আসব।'
মিঠুনকেও কি টার্গেট!
এদিন মমতা নিজের টার্গেটে রাখেন মিঠুন চক্রবর্তীকেও। 'আমাদের সঙ্গে কিছু কাল কেউটে ছিল। এরা তক্ষক ভক্ষক। রোজ মিথ্যে কথা বলে। তাবেদারদের দিয়ে মিথ্যে বলাচ্ছে।' তবে মমতার এই বক্তব্য মিঠুনের গোখরো সংলাপের প্রেক্ষিতেই নাকি শুভেন্দুকেই টার্গেট করে তা নিয়ে জল্পনা অব্যাহত।