পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস হেরে ব্যাটিং করছে ভারত। ওপেনাররা আজ রান না পেলেও লোকেশ রাহুলকে নিয়ে ভারতকে বড় রানের নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইতিমধ্যেই ওয়ান ডে কেরিয়ারের ৬২তম অর্ধশতরান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক।
একদিনের আন্তর্জাতিকে তিনে নেমে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় দুইয়ে থাকা বিরাট কোহলি এদিন দশ হাজার রান পূর্ণ করে ফেললেন। তিনে নেমে বিরাটের শতরানের সংখ্যা ৩৬। আর একটি শতরান পেলেই তিনি ধরে ফেলবেন সচিন তেন্ডুলকরকে। দেশের মাটিতে ওয়ান ডে-তে সচিনের ২০টি শতরানের নজির রয়েছে। বিরাটের দেশের মাটিতে ওয়ান ডে-তে শতরানের সংখ্যা ১৯।
এদিকে, আজকের ম্যাচে ফের পুরনো অভ্যাসের জন্য সতর্কিত হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। করোনা পরিস্থিতিতে বলে থুতু লাগানো বারণ। আইসিসি-র সেই নিয়ম ভুলে এদিন স্টোকস বলে থুতু লাগান। এরপরই আম্পায়াররা তাঁকে সতর্ক করেন। নিয়ম অনুযায়ী, এই ম্যাচে ফের তিনি এই কাজ করলে বিপক্ষ পাঁচ রান অতিরিক্ত হিসেবে পাবে। ম্যাচের চতুর্থ ওভারের মাথায় বলে থুতু লাগান স্টোকস। তখনই তাঁকে সতর্ক করার পাশাপাশি অধিনায়ক জস বাটলারকেও সতর্ক করেন দুই আম্পায়ার নীতিন মেনন ও বীরেন্দ্র শর্মা। এরপর বল জীবাণুমুক্ত করে ফের খেলা শুরু হয়। এর আগে আমেদাবাদে গোলাপি বলের টেস্ট চলাকালীনও বলে থুতু লাগিয়ে সতর্কিত হয়েছিলেন স্টোকস।
যে ওভারে এই ঘটনা ঘটে সেই ওভারেই আউট হন ওপেনার শিখর ধাওয়ান। ১৭ বলে ৪ রান করে তিনি রিস টপলের শিকার হন। ২৫ বলে ২৫ রান করে স্যাম কারানের বলে আউট হন রোহিত শর্মা। ৮.৪ ওভারে ৩৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর থেকে ভারতের ইনিংস টানতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তাঁরা শতরানের পার্টনারশিপ গড়েন মাত্র ১১৯ বলে। এদিন ৬২ বলে ওয়ান ডে কেরিয়ারের ৬২তম অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। তার পরের বলেই রশিদের বলে ম্যাচের প্রথম ছক্কা হাঁকান। টানা দ্বিতীয় অর্ধশতরান পেলেন রাহুল। এদিন ৬৬ বলে ওয়ান ডে কেরিয়ারের দশম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বিরাট-রাহুল জুটিতে ব্যাটিং সহায়ক উইকেটে ফের তিনশোর উপর রান তোলার লক্ষ্যে এগোচ্ছে ভারত।
এই ম্যাচে শ্রেয়স আয়ারের পরিবর্তে ঋষভ পন্থকে খেলাচ্ছে ভারত। ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন হয়েছে। ইয়ন মর্গ্যানের জায়গায় এসেছেন ডেভিড মালান, স্যাম বিলিংসের জায়গায় অভিষেক হয়েছে লিয়াম লিভিংস্টোনের। মার্ক উডের জায়গায় দলে এসেছেন জোরে বোলার রিস টপলে।