দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যান মিমি
পুরশুড়ার কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচার করতে শুক্রবার দুপুরে চিলাডিঙ্গি এলাকায় এসেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি। দুপুরে হেলিকপ্টার করে চিলাডিঙ্গিতে নেমে নিজের গাড়ি চড়ে এলাকায় প্রচারের কাজ শুরু করেন তিনি। এরপর কিছুটা এগোতেই নিজের গাড়ি ছেড়ে প্রচারের জন্য রাখা একটি হুডখোলা গাড়িতে উঠে বসেন মিমি। সে সময় মিমিকে দেখতে এলাকার মানুষজনের ভিড় উপচে পড়ছে। ভিড় ঠেলেই প্রচারের গাড়ি এগোতে থাকে। তবে হঠাৎই বিপত্তি ঘটে। কেউ কিছু বুঝে ওঠার আগেই বসে পড়েন অভিনেত্রী!
পায়ে পড়ল মাইকের মেশিন!
হঠাত করেই চিৎকার। আর এরপরেই পা ধরে বসে পড়েন অভিনেত্রী। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কার্যত হুলস্থুল বেধে যায়। এগিয়ে আসেন মিমির সঙ্গে থাকা রক্ষীরা। এগিয়ে আসেন দলের অন্যান্য কর্মীরা। জানা যায়, প্রচারের কাজে ব্যবহৃত মাইকের একটি মেশিন মিমির ডান পায়ের গোড়ালির উপরে এসে পড়ে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে তাঁর শুশ্রূষা শুরু হয়। এলাকারই একজনের বাড়ি থেকে বরফ নিয়ে এসে মিমির পায়ে দেওয়া হয়। যদিও এই ঘটনায় মাত্র কিছুক্ষণই বিশ্রাম নেন মিমি। এরপর ফের শুরু করেন প্রচার।
হেলিকপ্টারের করে ফেরেন কলকাতায়
প্রচার শেষে বিকেলে কলকাতায় ফেরেন মিমি। হেলিকপ্টারে করেই কলকাতায় ফেরেন তিনি। পরে এক সংবাদমাধ্যমকে মিমি জানিয়েছেন, পায়ে লেগেছে। ব্যাথা রয়েছে। কলকাতায় ফিরেই তিনি ডাক্তার দেখিয়েছেন। আপাতত কয়েকদিন বিশ্রাম নেওয়ার কথা তাঁকে ডাক্তাররা জানিয়েছেন। ওই সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মিমি চক্রবর্তী।
নন্দীগ্রামে আহত হন মমতা বন্দ্যপাধ্যায়
গত কয়েকদিন আগে নন্দীগ্রামে গিয়ে আহত হতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপধ্যায়কে। ভালোই চোট পান তিনি। হুইল চেয়ারে বসে এবং পায়ে প্লাস্টার নিয়েই প্রত্যেকদিন প্রচারে ঝড় তুলছেন তিনি। কয়েকদিন আগে ডাক্তাররা বিশ্রামের পরামর্শ দিলেও তা শুনছেন না তিনি। প্রত্যেকদিনই ব্যাক টু ব্যাক সভা করে চলেছেন তিনি।