পুনেতে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বিরাটের ভারত, টস জিতে ফের ফিল্ডিং নিল ইংল্যান্ড

পুনেতে আজ ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। এই ম্যাচ জিতলেই ভারত সিরিজ জিতবে। ডু অর ডাই ম্যাচ-সহ এই সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। সিরিজ থেকে ভারতের শ্রেয়স আইয়ারও ছিটকে গিয়েছেন। চোটের কারণে আজ খেলতে পারবেন না ইংল্যান্ডের স্যাম বিলিংসও। টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড। বিরাট কোহলি জানিয়েছেন, আমি আজ টস জিতলে ব্যাটিং নিতাম। শ্রেয়সের জায়গায় খেলছেন ঋষভ পন্থ।

ইংল্যান্ডের প্রথম একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ইয়ন মর্গ্যানের জায়গায় খেলছেন ডেভিড মালান। স্যাম বিলিংসের জায়গায় অভিষেক হচ্ছে লিয়াম লিভিংস্টোনের। মার্ক উডের পরিবর্তে নেওয়া হয়েছে রিস টপলেকে।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ

ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, রিস টপলে

More INDIA VS ENGLAND 2021 News