ভোটার কার্ড না থাকলেও কোন পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে, কয়েকটি তথ্য একনজরে

রাত পোহালেই ভোট। বাংলা মেতে উঠবে ভোট উৎসবে। আগামীকালই রাজ্যে প্রথম দফা নির্বাচন। তার আগে অনেকেই ভোটার কার্ড না থাকার কারণে উদ্বেগে রয়েছেন। এমন অবস্থায় দেখে নেওয়া যাক, ভোটার কার্ড যাঁদের নেই, তাঁরা কীভাবে ভোট দিতে পারবেন।

ভোটার কার্ড না থাকলেও কীভাবে হবে ভোট?

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যদি কারোর কাছে ভোটার কার্ড নাও থাকে, তাহলে আধার কার্ড বুথে দেখিয়ে ভোট দেওয়া সম্ভব। এছাড়াও যদি এমনারেগা প্রদত্ত কার্ড থাকে, তাহলে তা নিয়েও ভোট দেওয়া সম্ভব।

আর কোন কার্ড দেখানো যাবে?

এছাড়াও ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক ভোটের পরিচিতি পত্র হিসাবে দেখানো যাবে। তবে তাত ভোটারের ছবি থাকতে হবে। এছাড়াও প্যান কার্ড দেখিয়েও ভোটার হিসাবে নিজের পরিচিতি জানানো যাবে।

ভোটার কার্ড না থাকলে, আর কোন কার্ড ব্যবহার করা যাবে?

শ্রমদফতর থেকে দেওয়া হেলথ স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া সম্ভব। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকলে দেওয়া যাবে ভোট। এনপিআরএর অধীনে আরজিআইয়ের থেকে দেওয়া কার্ড দেখালেও নিজের পরিচিতি প্রমাণ করা সম্ভব।

পেনশনের কাগজ থেকে জনপ্রতিনিধির দেওয়া পরিচয়পত্র

উপরোক্ত কার্ডগুলি ছাড়াও পেনশনের কাগজ দেখিয়ে যেখানে বৈধ পরিচয়পত্র রয়েছে, সঙ্গে রয়েছে ভোটারের ছবি, সেই পরিচয়পত্র দিয়ে ভোট দেওয়া যাবে। ভারতীয় বৈধ পাসপোর্ট দেখিয়ে দেওায়া যাবে ভোট। এছাড়াও এলাকার সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্যদের দ্বারা প্রদত্ত পরিচয় পত্র দেখালেও ভোট দিতে পারা যাবে। কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডার টেকিং বা পাবলিকি লিমিটেজ সংস্থা থেকে পাওয়া পরিচয় পত্র দিয়েও ভোট দেওয়া যাবে।

Know all about
নরেন্দ্র মোদী

More WEST BENGAL News