স্টাফ রিপোর্টার, কলকাতা: ভোটের আগে খাস কলকাতা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। তিলজলা মসজিদ বাড়ি লেনের শিবতলা খালপাড় থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা। যদিও ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কে বা কারা ওই বোমা তৈরি করছিল, তা খতিয়ে দেখছে লালবাজার। কড়েয়ে থানায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার কাছে খবর আসে তিলজলা অঞ্চলে তৈরি করা হচ্ছে বোমা। গোপন সূত্রে ওই খবর পাওয়ার পর এলাকায় হানা দেয় গোয়েন্দাদের একটি দল। সেখান থেকেই এই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়৷  প্রথম দফা ভোট শুরুর ২৪ ঘণ্টা আগে শহর থেকে বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, ভোটের আগে ভোটের অশান্তি সৃষ্টির চেষ্টা করছে একদল দুষ্কৃতি। তবে তার দায় নিতে রাজি নয় কোনও রাজনৈতি দলই। স্থানীয়দের দাবি, বাইরের লোকেরা এসে বোমা রেখে যেতে পারে।

বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার শাসন থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছিল৷ দুই ব্যারেল তাজা বোমা মিলেছিল এলাকা থেকে। বড়পোলের একটি মেছো ভেরির পাশের খোলা মাঠে রাখা হয়েছিল ওই বিপুল পরিমাণ তাজা বোমা। কে বা কারা ওই বোমা রাখল, তা নিয়ে ঘনিয়েছিল রহস্য। পুলিশ সূত্রের খবর, কমিশনের নির্দেশে সন্দেহজনক সমস্ত জায়গায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ।  ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনার সাথে কোন রাজনৈতিক দলের যোগসূত্র আছে কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। তার দু-দিন আগে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও বোমা উদ্ধার হয়েছে। সোমবারের পর মঙ্গলবারও সেখানে বোমা উদ্ধার করেন পুলিশকর্মীরা। ঘটনা ভাঙড়ের কাশীপুর থানার বামুনিয়া খালপাড় এলাকার। সোমবার রাতে সেখানে ১৩টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।