৫ জেলার ৩০ কেন্দ্রে ভোট প্রথম দফায়, কাদের অগ্নিপরীক্ষা আগামিকাল, এক নজরে তারকা প্রার্থীরা

৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শনিবার। প্রথম দফার ভোট। প্রথম দফাতেই রয়েছেন একাধিক তারকা প্রার্থী। জুন মালিয়া থেকে সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষ সকলেরই ভাগ্য পরীক্ষা কাল। তারসঙ্গে রয়েছে দুই হেভিওয়েট কেন্দ্র কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ। অধিকারীদের গড় কাল রায় দেবে ভোট বাক্সে। অধিকারীদের প্রবল প্রতিপক্ষ অখিল গিরিরও ভাগ্য নির্ধারণ হবে কাল।

প্রথম দফার ভোট

আগামিকাল প্রথম দফার ভোট রাজ্যে। ৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট গ্রহণ। সকাল থেকেই ভোট কর্মীরা বুথে বুথে পৌঁছতে শুরু করে দিয়েছেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটিং মেশিন। সেই সঙ্গে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দেওয়া হয়েছে একটি বিশেষ কিট।তাতে স্যানিটাইজার,মাস্ক, পিপিই কিট দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীও টহল দিতে শুরু করেছে সকাল থেকে। প্রথম দফাতেই হাইভোল্টেজ বেশ কয়েকটি কেন্দ্রে ভোট রয়েছে।

তারকা প্রার্থী

প্রথম দফার ভোটে তারকা প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি অনেকটাই অনেকটাই এগিয়ে গিয়েছিল। তাই গড় ধরে রাখতে টলিউড অভিনেত্রী জুন মালিয়াকে প্রার্থী করে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারকা প্রার্থীকে দেখে ভোট বাক্স আগের মতোই ভরতে পারে এমনই আশায় রয়েছে শাসক দল। প্রথম দফার ভোটে তৃণমূলের আরেক তারকা প্রার্থী রয়েছে। তিনি ঝাড়গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বীরবাহা হাঁসদা। সাঁওতালি ছবির জনপ্রিয় তারকা বীরবাহা হাঁসদা। বঙ্গের ভোট ময়দানে প্রথম ভাগ্য পরীক্ষা করতে চলেছেন বীরবাহা। এর আগে ঝাড়খণ্ডে লড়েছিলেন তিনি কিন্তু জয় পাননি। শুভেন্দুর দাপটে থাকা ঝাড়গ্রামে কতটা ঘাসফুল ফোটাতে পারবে সেটাই বড় চ্যালেঞ্জ।

ফের ময়দানে সুশান্ত

ফের ময়দানে সুশান্ত ঘোষ। এবার গড়বেতা নয় শালবনি থেকে লড়ছেন তিনি। তার উল্টো দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শ্রীকান্ত মাহাতো। পর ২ বার শ্রীকান্ত এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। দীর্ঘ ৮ বছর পর গড়বেতায় ঢুকতে পেরেছেন সিপিএমের এই দোর্দণ্ড প্রতাপ নেতা। তারপরেই প্রার্থী হয়েছিলেন তিনি। এরই মধ্যে আবার শালবনিতে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

রামনগরে বড় পরীক্ষা অখিল গিরির

আগামিকাল ভোটে বড় পরীক্ষা অখিল গিরি। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অখিল গিরিকে ভরসা করছে তৃণমূল। অধিকারীদের প্রবল প্রতিপক্ষ অখিল গিরি। একই দলে থাকার সময় থেকেই তাঁদের সঙ্গে প্রবল বিরোধ ছিল অখিল গিরির। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর সেই বিরোধ চরমে উঠেছে। প্রথম দফার ভোটে নজরে অখিল গিরির কেন্দ্রও।

নন্দীগ্রামে মেগাব্যাটলের আমেজে মীনাক্ষীর হয়ে প্রচারের ঝাঁঝ বাড়ালেন আব্বাস

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News