ওপেনাররা ব্যর্থ
টস হেরে ব্যাট করতে নেমে ভারতের ওপেনাররা আজ রান পাননি। চতুর্থ ওভারে আউট হন ওপেনার শিখর ধাওয়ান। ১৭ বলে ৪ রান করে তিনি রিস টপলের শিকার হন। ২৫ বলে ২৫ রান করে স্যাম কারানের বলে আউট হন রোহিত শর্মা। ৮.৪ ওভারে ৩৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারানোর পর থেকে ভারতের ইনিংস টানতে থাকেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
বিরাটের নজির
ওয়ান ডে কেরিয়ারের ৬২তম অর্ধশতরান এদিন আসে ভারত অধিনায়কের ব্যাট থেকে। একদিনের আন্তর্জাতিকে তিনে নেমে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় দুইয়ে থাকা বিরাট কোহলি এদিন দশ হাজার রানও পূর্ণ করে ফেললেন। তিনে নেমে বিরাটের শতরানের সংখ্যা ৩৬। তবে শতরান করে এদিন সচিন তেন্ডুলকরকে ছোঁয়া হলো না বিরাটের। দেশের মাটিতে ওয়ান ডে-তে সচিনের ২০টি শতরানের নজির রয়েছে। বিরাটের দেশের মাটিতে ওয়ান ডে-তে শতরানের সংখ্যা ১৯। এদিন বিরাট ৭৯ বলে ৬৬ রান করে আদিল রশিদের বলে আউট হন। বিরাট-রাহুলের তৃতীয় উইকেট জুটিতে ওঠে ১২১ রান।
শতরান রাহুলের
একদিনের আন্তর্জাতিকে পঞ্চম শতরান পেলেন লোকেশ রাহুল। এক বছরেরও বেশি সময় পর একদিনের আন্তর্জাতিকে শতরান এলো রাহুলের ব্যাটে। আগের ম্যাচে ফর্মে ফিরে অর্ধশতরান করেছিলেন। আর এদিন পেলেন শতরান। টম কারানের শিকার হওয়ার আগে ১১৪ বলে ১০৮ রান করেন লোকেশ রাহুল। মেরেছেন সাতটি চার ও দুটি ছয়। রাহুল একদিনের আন্তর্জাতিকে শেষ শতরানটি করেছিলেন নিউজিল্যান্ড সফরে গত বছরের ফেব্রুয়ারিতে মাউন্ট মানগুনাইয়ে। টি ২০ সিরিজে ব্যর্থ হয়ে বাদ পড়েছিলেন। তবে পুনেতে প্রথম একদিনের আন্তর্জাতিকে অর্ধশতরান করেন। এদিন ১০৮ বলে শতরান পূর্ণ করেন। রাহুলের শতরানের সঙ্গে সঙ্গেই ঋষভ পন্থের সঙ্গে তাঁর চতুর্থ উইকেট জুটিতে একশো রানের পার্টনারশিপও পূর্ণ হয়।
পন্থ-ঝড়ে রানের পাহাড়
এদিন ২৮ বলে ঝোড়ো অর্ধশতরান করেন দুরন্ত ফর্মে থাকা পন্থ। দুবার আউট ঘোষিত হওয়ার পর দুবারই রিভিউ নিয়ে এদিন সফল হন তিনি। মাত্র ৪০ বলে তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে একদিনের নিজের সেরা ৭৭ রান করে তিনি আউট হন। পন্থের মতো আক্রমণাত্মক ব্যাটিং করেন হার্দিক পাণ্ডিয়াও। ৪৬তম ওভারে স্যাম কারানের প্রথম বলেই ছক্কা হাঁকান হার্দিক। তারপর ওই ওভারেই তৃতীয় বলে পন্থ ছক্কা মারার পর হার্দিক ফের ছক্কা মারেন পঞ্চম বলে। ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩৫ রান করেন হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ওভারে ভারত তোলে ৬ উইকেটে ৩৩৬ রান। ৯ বলে ১২ করে অপরাজিত থাকেন ক্রুণাল পাণ্ডিয়া।
কঠিন লড়াইয়ে ইংল্যান্ড
উইকেট ব্যাটিং সহায়ক হলেও ইংল্যান্ডকে সামলাতে হবে কঠিন চ্যালেঞ্জ। ইয়ন মর্গ্যান, স্যাম বিলিংসের জায়গায় এদিন দলে এসেছেন ডেভিড মালান ও লিয়াম লিভিংস্টোন। লিভিংস্টোনের আজ অভিষেক হয়েছে। মার্ক উডের জায়গায় খেলছেন জোরে বোলার রিস টপলে। তবে ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ঝড় তুলে শেষ ১০ ওভারে ভারত করে ১২৬ রান। তার মধ্যে আবার শেষ ৬ ওভারে ৬৯। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন রিস টপলে ও টম কারান। স্যাম কারান ও আদিল রশিদ একটি করে উইকেট পেয়েছেন।