বাইক ও ট্রাঙ্কারের সংঘর্ষের ঘটনায়, ট্রাঙ্কারের চাকার তলায় পিষ্ঠ তিন বাইক আরোহী। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনায় ঘাতক ট্রাঙ্কারটিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ ডায়মন্ড হারবার রোডের ময়ূরভঞ্জ মোরে একটি ওয়েল ট্রাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মোড় ঢোকার সময় উল্টো দিক থেকে একটি বাইকে মুখোমুখি ধাক্কা মারে। বাইক ও ট্রাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পরে যায় আরোহীরা। তিন বাইক আরোহীরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, ওই বাইকে থাকা তিনজন স্থানীয় যুবকই মমিনপুরের বাসিন্দা। সেই সময় ঐ অয়েল ট্যাংকার টি নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের উপরে চাপিয়ে দেয়। তারপর তাদেরকে কোন রকম ভাবে বার করে রাতে কর্তব্যরত পুলিশ এবং স্থানীয় কয়েকজন চা দোকানের ব্যবসায়ীরা ওই তিন যুবকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় হাসপাতাল পরে জানা যায় তিন জনের মৃত্যু হয়েছে।
'অফিসার বদলে লাভ নেই' থেকে 'মাইনে তোমার চারশো বারো', মমতা সুর চড়ালেন কমিশনের একাধিক পদক্ষেপের মাঝেই