গত বছরের শেষ লগ্ন থেকেই করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল ভারতীয় অর্থনীতি। এমনকী আইএমএফ, বিশ্ব ব্যাঙ্ক সহ একাধিক অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থার তরফেও একই ইঙ্গিত মিলেছিল। অবশেষ নতুন অর্থবছরে ভারতীয় জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে নতুন করে আশার কথা শোনাল অর্থ বিশ্লেষক সংস্থা ফিচ। ফিচের পূর্বাভাস অনুযায়ী আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষে ভারতে প্রায় ১২.৮ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি হতে পারে।
এদিকে ফিচের পূর্বের পূর্বাভাসে মোট ১১ শতাংশ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সর্বশেষ গ্লোবাল ইকোনমিক আউটলুকে বা জিইও-তে তা ১২.৮ শতাংশে উন্নীত করা হয়েছে। এদিকে গত অর্থবছরের শুরুতেই গোটা দেশে প্রায় ২৩ শতাংশের বেশি জিডিপি সঙ্কোচন দেখা যায়। মূলত লকডাউনের কারণেই এই বেহাল দশা মনে করে ওয়াকিবহাল মহল।এমনকী রিজ়ার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্ট বলিতেছে, গত জুলাই-সেপ্টেম্বর পর্বে অর্থাৎ চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেই ব্যক্তিগত সঞ্চয়ের অনুপাত নেমে যায় ১০.৪ শতাংশে। যার মাশুলও গুনতে হয় আম-আদমিকেই।
কিন্তু বর্তমান সময়ে এই জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধির পিছনে আনলক পর্ব পরবর্তী সময়ে দেশের একটানা অর্থনৈতিক শ্রীবৃদ্ধির হাত রয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। এদিকে এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, গত বছরের তুলনায় আসন্ন অর্থবর্ষে এপ্রিল- জুন ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার দাঁড়াতে পারে ২৬.২ শতাংশে৷ যদিও বর্তমান পূর্বাভাস বলছে এপ্রিল- জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য হার কমে ২৫.৫ শতাংশ পারে। তবে এর পিছনে মার্চের শুরু থেকেই গোটা দেশজুড়ে করোনার সংক্রমণ বৃদ্ধিকেই কাঠগড়ায় তুলেছেন অনেকে।
রোডশো-এ মানুষের ঢল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার কারণ জানালেন মিঠুন
খাস কলকাতায় ভোটের টাকা ছড়াচ্ছে তৃণমূল, জাভেদ খানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের