নির্বাচনী সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর! মৃত এক, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল-আইএসএফ-এর

শনিবার ৩০ টি কেন্দ্রে নির্বাচন। যার নির্বাচনী প্রচার শেষ হচ্ছে বৃহস্পতিবার বিকেলে। তার আগেই নির্বাচনী সংঘর্ষ উত্তপ্ত হল বিভিন্ন এলাকা। এর মধ্যে বারুইপুরে তৃণমূলের (trinamool congress) সঙ্গে আইএসএফ (isf)-এর সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের। তৃণমূলের তরফে দাবি, মৃত ব্যক্তি তাদের দলের সমর্থক। আইএসএফ-এর তরফে আগে হামলা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বারুইপুরের বেলেগাছিতে সংঘর্ষ

তৃণমূলের তরফে জানানো হয়েছে, বারুইপুর পূর্বে দলের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনের প্রচারে বেরিয়েছিলেন দলের কর্মী সমর্থকরা। সেই সময়ই তাদের ওপর হামলা করে আইএসএফ-এর কয়েকজন সমর্থক। পাল্টা প্রতিরোধ করে তৃণমূল।

পাল্টা অভিযোগ আইএসএফ-এর

পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আইএসএফ। তাদের দাবি বৃহস্পতিবারের প্রচার নিয়ে বৈঠক করতে এক কর্মীর বাড়িতে জড়ো হয়েছিলেন কর্মী-সমর্থকরা। সেই সময় তৃণমূল হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। তারপর থেকে তিন সিপিএম সমর্থক নিখোঁজ বলে দাবি করা হয়েছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে দাবি করা হয়েছে সংযুক্ত মোর্চার তরফে।

সংঘর্ষে মৃত এক

দুপক্ষের মারামারিতে মৃত্যু হয়েছে বৃদ্ধ রাহুল আমিন মিদ্দের। আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুর মহকুমার হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংযুক্ত মোর্চার সমর্থকদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। পুলিশ এই ঘটনায় ছয় আইএসএফ সমর্থককে গ্রেপতার করেছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে।

জেলা তৃণমূলের প্রতিক্রিয়া

এই ঘটনায় জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেছেন, হামলা চালিয়েছে আইএসএফ। ক্ষমতায় থাকতেই তাঁরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেছে। ভাঙড়েও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

পেট্রোল ও ডিজেলের দাম বুধবারের পরে বৃহস্পতিবারেও কমল! একনজরে কোন শহরে কত দাম



More TRINAMOOL CONGRESS News