রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন
এদিন অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছএন, রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। দিদির সন্ত্রাসে বিরক্ত সাধারণ মানুষ। রাজ্যে কাটমানির জেরেও সাধারণ মানুষ অতিষ্ঠ বলেও দাবি করেছেন তিনি। তা দূর করতেই বিজেপিকে ভোট দিতে আহ্বান করেছেন তিনি। তবে তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দিতে আহ্বান করেছেন।
একের পর এক প্রতিশ্রুতি
এদিন পুরুলিয়ার বাঘমুণ্ডির সভা থেকে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, জঙ্গলমহলে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে বিএম কিষাণ স্কিমে বকেয়া থাকা ১৮ হাজার টাকাও তুলে দেওয়া হবে। এদিনের সভা থেকে অমিত শাহ ফের একবার ইস্তেহারে উল্লেখ থাকা বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের বিনা পয়সায় সরকারি পরিবহণে যাতাযাতের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রোখা হবে। তিনি বলেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে জঙ্গলমহলে নতুন এইমস তৈরি করা হবে। সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। তিনি সমবেত জনগণকে প্রশ্ন করেন স্কুল চান? তাহলে বিজেপিকে ভোট দিন। কুর্মী সমাজের ভাষার মর্যাদা চাইলে বিজেপিকে ভোট দিন, বলেছেন তিনি।
মোদী করছেন স্কিম আর দিদি করছেন স্ক্যাম
রাজ্যে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাগুলিতে স্কিম আর স্ক্যামের তুলনা করা হয়েছে। এদিনও সেই সুব বজায় রেখেছিলেন অমিত শাহ। তিনি বলেছেন, মোদী ১১৫ টি স্কিম তৈরি করেছে। আর দিদি স্ক্যাম করেছেন। এর আগে বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী বলেছঝিলেন বিজেপি স্কিম তৈরি করে আর তৃণমূল স্ক্যাম করে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতির অবসান করা হবে বলে মন্তব্য করেছিলেন।
ক্ষমা চাইলেন অমিত শাহ
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সভা। কিন্তু সেই সভায় আগত মানুষদের ওপরে ছাউনির বন্দোবস্ত করা যায়নি। কিন্তু মানুষজন রোদে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শুনেছেন অমিত শাহের ভাষণ। তাই ভাষণের একেবারে শেষের দিকে এসে হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা গেল অমিত শাহকে। বিশেষ করে মা-বোনেদের কাছে ক্ষমা চান তিনি। এরপরেই তিনি ভারতমাতার নামে স্লোগান তোলেন।