|
শ্রেয়সের বার্তা
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চলার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। এরপর দেশের ক্রিকেট প্রেমীরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন শ্রেয়স। লিখেছেন যে প্রস্থান যত রাজকীয় হবে, প্রত্যাবর্তন ততই শক্তিশালী হবে। দিল্লি ক্যাপিটেলসের অধিনায়কের বক্তব্যে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া।
পুনেতে শ্রেয়সের চোট
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভার চলার সময় ঝাঁপিয়ে বল ধরতে গিয়ে বাজে ভাবে পড়ে যান মুম্বইকর। যন্ত্রণায় কাতর ক্রিকেটারকে তখনই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কাঁধের হাড় না ভাঙলেও শ্রেয়সের চোট যে গুরুতর, তা তাঁর স্ক্যান রিপোর্টেই ধরা পড়েছে। এই অবস্থায় গোটা এপ্রিল তিনি মাঠে নামতে পারবেন না বলে জানানো হয়েছে। রিহ্যাবিলেশনের জন্য ভারতীয় ব্যাটসম্যানকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হতে পারে বলে খবর।
আইপিএলে নেই আইয়ার
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম ভাগে শ্রেয়স আইয়ার অংশ নিতে পারবে না বলে খবর। যা নিয়ে টুর্নামেন্ট শুরুর মুখে বেশ চিন্তায় রয়েছে দিল্লি ক্যাপিটালস।
বিকল্প অধিনায়কের খোঁজ
শ্রেয়স আইয়ারের অবর্তমানে দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তালিকায় স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন, শিখর ধাওয়ানের মতো পোড় খাওয়া ক্রিকেটাররা থাকলেও, লড়াইয়ে কিছুটা হলেও ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে।