শুটিং বিশ্বকাপে লাগাতার সোনার পর এবার রূপো এল ভারতের ঘরে। টুর্নামেন্টের সপ্তম দিনে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্ট থেকে এই পদক জিতেছেন ভারতীয় মহিলারা। বৃহস্পতিবারের ফাইনালে পোল্যান্ডের কাছে হেরে গিয়েছেন অঞ্জুম মৌদগিল, শ্রেয়া সাকসেনা ও গায়েত্রী নিত্যানন্দমরা।
দিল্লির ডক্টর কর্নি সিং শুটিং রেঞ্জে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের দলগত ইভেন্টের ফাইনালে ভারত ও পোল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। খুব অল্প পয়েন্টের ব্যবধানে পদকের ফয়সলা নির্ধারিত হয়। ৪৩ পয়েন্টে শেষ করে অঞ্জুম মৌদগিল, শ্রেয়া সাকসেনা ও গায়েত্রী নিত্যানন্দম সম্বৃদ্ধ ভারতীয় দল। ৪৭ পয়েন্ট অর্জন দেশকে সোনা দিয়ে গর্বিত করেন পোল্যান্ডের শুটাররা।
এর আগে চলতি বিশ্বকাপের ৫০ মিটার রাইফেলের থার্ড পজিশন ইভেন্ট থেকে সোনা জেতেন ভারতের ঐশ্বরী প্রতাপ সিং তোমর। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্ট থেকে সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতেছে ভারতীয় দল। স্কিট মিক্সডের দলগত বিভাগে ভারতের হয়ে সোনা জেতে গনেমত শেখোঁ এবং অঙ্গদ বীর সিং বাজওয়া জুটি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্ট থেকে সোনা জিতেছে মনু ভাকের ও সৌরভ চৌধুরী জুটি। একই ইভেন্ট থেকে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের যশস্বিনী দেসওয়াল ও অভিষেক ভার্মার জুটি। আইএসএসএফ বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের যশস্বিনী দেসওয়াল। রূপো জিতেছেন ভারতেরই মনু ভাকের।
শুটিং বিশ্বকাপে ভারতকে প্রথম পদক এনে দেন দিব্যাংশ পানওয়ার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন জয়পুরের শুটার। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে রুপো জিতেছেন ভারত। ভারতের এই দলে ছিলেন দীপক কুমার, পঙ্কজ কুমার ও ঐশ্বর্য প্রতাপ সিং তোমর। ১০ মিটার এয়ার পিস্তলে মহিলাদের দলগত ইভেন্টে রূপো জেতেন ভারতীয় মহিলারা।
সবমিলিয়ে চলতি টুর্নামেন্টে ৯টি সোনা, ৬টি রূপো এবং ৫ ব্রোঞ্জ সহ মোট ২০টি পদক জিতে ক্রমতালিকার প্রথম স্থানে রয়েছে ভারত। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা, ভারতের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের ঢাকে কাঠি পড়ল বলে, এক রিপোর্টে শুরু জল্পনা