বাংলার ভোট পারদের মাঝেই পিকে নিলেন ৩৫ বিধায়কের 'ফিডব্যাক', নয়া ইনিংসের শুরু থেকেই দাপুটে ব্যাটিং

আরও এক ইনিংসে শুরুর থেকেই কার্যত মেজাজ ধরে রেখে ব্যাটিং শুরু প্রশান্ত কিশোরের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূর্য যখন মধ্যগগনে, তখনই এবার প্রশান্ত কিশোর শুরু করে দিলেন পাঞ্জাবের অমরিন্দর সিংয়ের ভোট স্ট্র্যাটেজিস্ট হিসাবে নতুন ইনিংস।

প্রশান্ত কিশোর ও পাঞ্জাবের ভোট

পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে অমরিন্দর সিংয়ের হয়ে ভোট স্ট্র্যাটেজি তৈরিতে এবার নামলেন প্রশান্ত কিশোর। তিনি বাংলার ভোট পারদের মাঝেই পাঞ্জাবের 'ফার্স্ট টাইম' বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। আর সেখান থেকেই তাঁদের 'ফিডব্যাক' নেন পিকে।

কী আলোচনা হয়েছে বৈঠকে?

মূলত ২০২২ সালের বিধানসভা ভোটের আগে পাঞ্জাবের 'গ্রাউন্ড লেভেল' এর পরিস্থিতি খতিয়ে জানতেই এদিন বৈঠকে বসেন পিকে । সেখানে কংগ্রেসের প্রথমবারের বিধায়কদের সঙ্গে কথা বলে রাজ্যের নানান ইস্যু নিয়ে সরব হন পিকে। প্রশ্ন তোলেন রাজ্য়বাসীকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি পালনে সমস্যা কোথায় হচ্ছে?

৩৫ জন বিধায়কের সঙ্গে কীভাবে আলোচনা হয়েছে?

প্রসঙ্গত, তিনজনের আলাদা আলাদা গোষ্ঠী ধরে এক একটি বৈঠক করেন পিকে। এইভাবে তিনি ৩৪ থেকে ৩৫ জন নব নির্বাচিত কংগ্রেস বিধায়কদের সঙ্গে বসে বোঝার চেষ্টা করেন যে পাঞ্জাবে কোন কোন জায়গায় খামতি রয়েছে অমরিন্দর শিবিরে।

পাঞ্জাবের কংগ্রেসের সমস্যা কোথায়?

এক বিধায়কেদর মতে গোটা অমরিন্দর সিং সরকারে আমলাতন্ত্রই শেষ কথা। সেখানে মন্ত্রীদের সঙ্গে আমলারা খুব একটা যোগাযোগ রেখে কাজ করেন না বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে পার্টি কর্মীরা উদ্বুদ্ধও কম হচ্ছেন। আর এই জায়গা থেকে প্রশান্ত কিশোরকে ত্রাতার ভূমিকায় পেতে চান পাঞ্জাব কংগ্রেসের নেতারা।

বিজেপিকে ভোট দিন scheme-এর জন্য আর তৃণমূলকে scam-এর জন্য, প্রথমদফা প্রচার শেষের আগে বিস্ফোরক অমিত শাহ

More PRASHANT KISHOR News