জমে উঠছে পদ্ম -ঘাসফুল লড়াই, প্রথম দফার ভোটের আগে শেষ দিনের প্রচারে ঝড় সবপক্ষের

দরজায় কড়া নাড়ছে প্রথম দফার ভোট। এদিকে নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী ২৭ মার্চের ভোটের আগে বৃহঃষ্পপতিবার পর্যন্তই সময় পাবে প্রতিটা রাজনৈতিক দল। এদিন বিকেল ৫টার পর আর করা যাবে না দলীয় প্রচার। রাখা যাবে না কোনও দলীয় কর্মসূচীও। আর এ কথা মাথায় রেখেই শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে ঝাঁপাচ্ছে শাসক বিরোধী সব পক্ষই।

২৭ তারিখেই শুরু প্রথম দফার ভোট

এদিকে বাংলার পাশাপাশি অসমেও ২৭ তারিখ থেকেই শুরু হচ্ছে প্রথম দফার ভোট। উত্তর-পূর্বের এই রাজ্যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া পদ্ম শিবির। অন্যদিকে কার্যত সমস্ত বিজেপি নেতাদের দাবি মমতার বিজয়রথকে ঠেকিয়ে এবার বাংলা ২০০ পার করবে গেরুয়া শিবির। এদিকে আজকের শেষ মূহূর্তের প্রচারে বাংলায় ঝড় তুলতে একাধিক ‘স্টার ক্যাম্পেনারকে' বাংলা নিয়ে এল বিজেপি।

ফের প্রচারে রাজ্যে অমিত শাহ

এদিন রাজ্যে ফের প্রচারে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পরপর চারটি জনসভা করবেন তিনি। পুরুলিয়াড় ঝাড়গ্রাম, তমলুক এবং বিষ্ণুপুর বিধানসভা এলাকায় জনসভা করবেন শাহ। বিকেলে একটি সাংগঠনিক সভাও করবেন তিনি। অমিত শাহ গত কয়েক মাস ধরেই নিয়মিত বাংলা সফর করছেন। কিন্তু একদিনে ৪ সভা বৃহস্পতিবারই প্রথম।

পিছিয়ে নেই তৃমমূলও

পিছিয়ে নেই তৃণমূলও। এদিন মমতা বন্দোপাধ্যায়েরও চার সভা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মেদিনীপুর সদর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ও সাগরে। ঘাসফুল শিবিরের অন্যতম প্রধান কাণ্ডারী অভিষেক বন্দোপাধ্যায়ও এদিন দুই জেলাতেই থাকছেন বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার সাগর ছাড়াও ডায়মন্ড হারবারে তাঁর কর্মসূচি রয়েছে। যা নিয়ে তৃণমূল সমর্থকদের মধ্যে চলছে উন্মাদনার পারদ।

বিজেপির প্রচারে ঝড় তুলতে রাজ্যে ৫ ‘স্টার ক্যাম্পেনার’

অন্যদিকে এদিন বিজেপির হয়ে প্রচারাভিযানে নামতে রাজ্যে আসছেন মোট ৫ জন ‘স্টার ক্যাম্পেনার'। অমিত শাহ ছাড়াও রাজ্যে পা রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছড়াও থাকছে দুই নতুন মুখ। একজন ক্রিকেটার সাংসদ গৌতম গম্ভীর ও অপর জন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী। যা নিয়ে গেরুয়া শিবিরের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এদিন সকাল ১১ টায় দাঁতনে জনসভা করেন গৌতম গম্ভীর। তারপর সোনামুখীতে একটি রোড শো করার কথা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। পরে আরও একটি জনসভা করবেন হুগলিতে।

কোন কোন জেলায় ভোট রয়েছে প্রথম দফায় ?

অন্যদিকে মিঠুন থাকবেন ছাতনা, শালতোড়া, ঝাড়গ্রাম, রায়পুরে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দফায় দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট হতে চলেছে। ভোট হবে ৩০টি আসনে। এর মধ্যে ঝাড়গ্রাম ছাড়া সব জেলাতেই আংশিক ভোটগ্রহণ রয়েছে প্রথম দফায়। আর প্রতিটা জেলায় কমবেশি একাধিক বিধানসভা আসনে সাধারণ প্রার্থীর পাশাপাশি বা তারকা প্রার্থীর সংখ্যাও নেহাত কম নয়।

তৃণমূলকে হারাতে বিজেপি-বাম 'বিশেষ ডিল', পাথরপ্রতিমায় মোর্চার পর্দা ফাঁস মমতার

More WEST BENGAL News