ইসলামাবাদ: ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ কি হতে চলেছে? সম্প্রতি পাক মিডিয়ার দাবি ঘিরে দু’ দেশের বাইশ গজে বল গড়ানোর নিয়ে জল্পনা দেখা দিয়েছে৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আরোগ্য কামনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট এই সম্ভাবনাকে আরও উসকে দিয়েছে৷

এমনটা হলে প্রায় এক দশক পর হতে চলেছে ভারত-পাক দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ৷ শেষবার ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজে খেলেছিল ২০১২-১৩ মরশুমে৷ সেবার ভারতের ওয়ান ডে এবং টি-২০ সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান৷ সুতরাং এবার সিরিজ হলে পাকিস্তানে খেলতে যেতে হবে ভারতকে৷ যা নিয়ে অবশ্য এখনও কোনও জোরাল তথ্য পাওয়া যায়নি৷

জিওসুপার টিভি-র তরফে দাবি করা হয়েছে, চলতি বছরেই পাকিস্তানের বিরুদ্ধে একটি টি-২০ সিরিজ খেলবে ভারত। ঐতিহাসিক টি-২০ সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তৈরি থাকতে বলা হয়েছে। চলতি বছরের শেষ দিকেই তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত-পাকিস্তান। তবে পিসিবি-র তরফে প্রথমে বিষয়টি অস্বীকার করা হয়। যদিও তবে পরে এই দাবির সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। পাক মিডিয়া ডেইলি জং-কে দেওয়া বিবৃতিতে পিসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

যদিও বুধবারই পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, বিসিসিআই-এর তরফে কোনও যোগাযোগ করা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আবার দাবি করা হয়েছে, এই সিরিজ হলে, ভারতকে পাকিস্তানে খেলতে হবে৷ কারণ দ্বি-পাক্ষিক সিরিজে শেষবার পাকিস্তান ভারত সফরে গিয়েছিল। সম্প্রতি ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছে, টি-২০ বিশ্বকাপের আগে আরও কয়েকটি টি-২০ সিরিজ খেলতে চান৷ এমনটাই বোর্ডকে জানানোও হয়েছে৷

সম্প্রতি ভারতের সঙ্ গে সংঘর্ষ এড়িয়ে চলার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। সীমান্তে সংঘর্ষ বিরতিও জারি করা হয়েছে। একই সঙ্গে করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে টুইট করে আরোগ্য কামনা করেছেন মোদী। জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রীকে শান্তির বার্তা দিয়ে চিঠিও লিখেছেন ভারতীয় প্রধামন্ত্রী। এই সবই ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।