কলকাতা: লেনোভোর তরফে লঞ্চ করা হয়েছে লেনোভো ১৪ডাব্লু জেন২, লেনোভো ১০০ডাব্লু জেন৩, লেনোভো ৩০০ডাব্লু জেন ৩ এবং লেনোভো ৫০০ডাব্লু জেন৩ মডেলের চারটি এডুকেশন ফোকাশড ক্রোমবুক মডেল। লেনোভোর এই চারটি ল্যাপটপে রয়েছে এএমডি প্রসেসর। তবে শুধু ৫০০ডাব্লু জেন৩ মডেলের ল্যাপটপে রয়েছে ইন্টেলের প্রসেসর। লেনোভোর প্রতিটা ল্যাপটপের থাকবে ফাস্ট চার্জিংয়ের সঙ্গে টানা ১০ ঘন্টার মতো অধিক চার্জিং এর ব্যবস্থা। এর পাশাপাশি লেনোভোর প্রতিটা ল্যাপটপ এমআইএল-এসটিডি ৮১০এইচ সংশাপত্র দ্বারা প্রমাণিত।

লেনোভোর প্রতিটা ল্যাপটপের দামেরও উল্লেখ রয়েছে। লেনোভো ১৪ডাব্লু জেন২ এর দাম ৩৩৪ ডলার, যা ভারতীয় টাকায় প্রায় ২৪,৩০০ টাকা। লেনোভো ১০০ডাব্লু জেন৩ দাম ২৯৯ ডলার, যার ভারতীয় টাকায় দাম ২১,৮০০ টাকা। লেনোভো ৩০০ডাব্লু জেন৩ দাম ৩৫৯, যা ভারতীয় টাকায় দাম ২৬,০০০ টাকা। লেনোভো ৫০০ডাব্লু জেন ৩ দাম ৪২৯ ডলার, যার ভারতীয় টাকায় দাম ৩১,২০০ টাকা। লেনোভো ১০০ডাব্লু জেন৩, লেনোভো ৩০০ডাব্লু জেন ৩ এবং লেনোভো ৫০০ডাব্লু জেন৩ বাজারে মিলবে নীল রঙে। ভারতে লেনোভো ১ডাব্লু জেন ২ এবং লেনোভো ৩০০ডাব্লু জেন ৩ বাজারে পাওয়া যাবে ২০২১ সালের মে মাসে। এর পাশাপাশি লেনোভো ১০০ডাব্লু জেন৩, লেনোভো ৫০০ডাব্লু জেন৩ বাজারে মিলবে ২০২১ সালের জুন মাসে।

লেনোভোর ১৪ডাব্লু জেন ২ মডেলের ল্যাপটপে থাকছে উইন্ডোজ ১০ প্রো। ১৪ ইঞ্চির একটি ডিসপ্লে থাকবে যার ফলে গ্রাহকরা এইচডি রেজোলেউশন এবং ফুল এইচডি রেজোলেউশন সঙ্গে বিভিন্ন ব্রাইটনেস এবং টাচ ইনপুট ব্যবস্থা পাবে। লেনোভোর এই ল্যাপটপ চলবে ডুয়াল কোর এএমডি ৩০১৫ই প্রসেসর। এছাড়াও গ্রাহকরা পাবে ৮জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ২৫৬জিবি এম.২ এসএসডি স্টোরেজ।

১১.৬ ইঞ্চি এইচডি টিএন ডিসপ্লে সঙ্গে ২৫০ মিট প্যাক ব্রাইটনেস মিলবে লেনোভোর ১০০ডাব্লু জেন ৩ মোডেলে। এই ল্যাপটপে থাকবে এএমডি ৩০১৫ই ডুয়াল কোর প্রসেসর এবং ইন্ট্রিগ্রেটেড এএমডি রেডন গ্রাফিক্স। এছাড়াও থাওছে ৪জিবি ডিডিআর র‍্যাম ক্লকেড ১৬০০ মেগাহার্জ এবং ১২৮জিবি স্টোরেজ।

১১.৬ ইঞ্চি এইচডি আইপিএস টাচ ডিসপ্লে সঙ্গে কর্নিং গোরিলা গ্লাস গ্রাহকরা পাবে লেনোভো ৩০০ডাব্লু জেন৩ ল্যাপটপে। এই ল্যাপটপ চলবে এএমডি ৩০১৫ই ডুয়াল কোর প্রসেসর। ৪জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ১২৮জিবি এম.২ এসএসডি স্টোরেজ মিলবে এই ল্যাপটপে।

লেনোভো ৫০০ডাব্লু জেন ৩ ল্যাপটপে থাকবে ইন্টেলের পেন্টিয়াম প্রসেসর এবং ১১.৬ ইঞ্চি টাচ ডিসপ্লে সঙ্গে এইচডি আইপিএস প্যানেল। এছাড়াও লেনোভোর এই ল্যাপটপে থাকবে ৮জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ১২৮ জিবি এম.২ এসএসডি স্টোরেজ। লেনোভোর এই ল্যাপটপে থাকছে ৭২০পি ফন্ট ক্যামেরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।