শ্রেয়সের আইপিএল খেলার সম্ভাবনা ঠিক কতটা, জানালেন দিল্লি ক্যাপিটালসের মালিক

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান শ্রেয়স আইয়ার। সেই পরিস্থিতি থেকে নিজেকে বের আনতে ভারতীয় ব্যাটসম্যানকে যে বেশ খানিকটা সময় দিতে হবে, তা বোঝাই যাচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি ওয়ান ডে-তে শ্রেয়সের প্রত্যাবর্তনের আশা ছেড়ে দেওয়া ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন, আগামী আইপিএলে কি আদৌ খেলতে পারবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তারই জবাব দিয়েছেন দলের সহ-মালিক পার্থ জিন্দাল নিজে।

জিন্দালের টুইট

বৃহস্পতিবার শ্রেয়স আইয়ারকে নিয়ে একটি টুইট করেছেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। লিখেছেন, দলের অধিনায়কের এমন করুণ পরিণতিতে তিনি বিচলিত। শ্রেয়সকে শক্ত অধিনায়ক হিসেবে আখ্যা দিয়ে বাইশ গজে তাঁর দ্রুত প্রত্যাবর্তনের আশা করেছেন জিন্দাল। বলেছেন যে তিনি বিশ্বাস করেন এই কঠিন সময় কাটিয়ে আরও শক্ত হয়ে মাঠে ফিরে আসবেন শ্রেয়স। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আইয়ারকে ভারতের দরকার বলেও জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক।

ক্রিকেট প্রেমীদের বক্তব্য

শুরুতে সূত্র মারফত জানানো হয়েছিল যে হয়তো আগামী আইপিএলের প্রথম পর্বে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। তবে বিষয়টি যে এর চেয়েও জটিল, তা দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দালের টুইটে স্পষ্ট হয়েছে বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একাংশ। তাঁদের বক্তব্য, টুইটে আইপিএলের প্রসঙ্গ না তুলে পরোক্ষে জিন্দাল বুঝিয়ে দিয়েছেন যে এই মরসুমে তাঁরা অধিনায়ককে পাচ্ছেন না।

শ্রেয়সের আবেগঘন টুইট

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চলার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। এরপর দেশের ক্রিকেট প্রেমীরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন শ্রেয়স। লিখেছেন যে প্রস্থান যত রাজকীয় হবে, প্রত্যাবর্তন ততই শক্তিশালী হবে। দিল্লি ক্যাপিটেলসের অধিনায়কের বক্তব্যে আবেগতাড়িত হয়েছে সোশ্যাল মিডিয়া।

শ্রেয়সের কাঁধে চোট

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। যন্ত্রণায় কাতর ক্রিকেটারকে তখনই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কাঁধের হাড় না ভাঙলেও শ্রেয়সের চোট যে গুরুতর, তা তাঁর স্ক্যান রিপোর্টেই ধরা পড়েছে। আগামী চার থেকে পাঁচ সপ্তাহ শ্রেয়সকে মাঠের বাইরে থাকতে হবে বলে সূত্র মারফত জানানো হয়েছে।

শ্রেয়সের নেতৃত্বে ক্যাপিটালসের সাফল্য

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসকে সম্পূর্ণ সময়ের জন্য নেতৃত্ব দিয়ে আসছেন শ্রেয়স আইয়ার। সেবারের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রাজধানীর দল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ঘটেছিল এমন ঘটনা। যদিও সেবার ফাইনালে পৌঁছতে পারেনি দিল্লি। শ্রেয়সের নেতৃত্বে ২০২০ সালের আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।

শক্তি বাড়িয়ে ফিরে আসার প্রতিশ্রুতি শ্রেয়সের, আবেগতাড়িত সোশ্যাল মিডিয়া

More SHREYAS IYER News