শ্রীনগর: পর্যটকদের জন্য খুলছে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন। ২৫ মার্চ বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল এই বাগানের দরজা। শ্রীনগরের জাবারওয়ান পাহাড়ের পাদদেশে এই টিউলিপের বাগান।
এই বাগানের নাম সিরাজ বাগ। ২০০৮ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এর উদ্বোধন করেন। বছরের পর বছর ধরে এই বাগানোর সৌন্দর্য মোহিত করছে পর্যটকদের। এ বছর টিউলিপ গার্ডেন খোলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে কাশ্মীরের টিউলিপ গার্ডেন দেখে আসার আবেদন জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, “সুযোগ পেলেই জম্মু ও কাশ্মীরে যান ও টিউলিপ উৎসবের সাক্ষী থাকুন। টিউলিপ ছাড়াও জম্মু ও কাশ্মীরের মানুষের উষ্ণ অভ্যর্থনা লাভ করবেন আপনি।” অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “২৫ মার্চ জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ দিন। এদিন জাবারওয়ান পাহাড়ের পাদদেশে ঐশ্বর্যশালী টিউলিপ গার্ডেন পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এই বাগানে ১৫ লক্ষ ফুল রয়েছে। ৬৪ রকমের ফুল দেখা যাবে এই টিউলিপ গার্ডেনে।”
Whenever you get the opportunity, do visit Jammu and Kashmir and witness the scenic Tulip festival. In addition to the tulips, you will experience the warm hospitality of the people of Jammu and Kashmir. pic.twitter.com/RuZorHWBrO
— Narendra Modi (@narendramodi) March 24, 2021
Tomorrow, 25th March is special for Jammu and Kashmir. A majestic tulip garden on the foothills of the Zabarwan Mountains will open for visitors. The Garden will see over 15 lakh flowers of more than 64 varieties in bloom. pic.twitter.com/LwRPglZ1jO
— Narendra Modi (@narendramodi) March 24, 2021
টিউলিপ গার্ডেনের ইনচার্জ ইনাম রহেমান সোফি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এই বাগান দর্শকের জন্য খুলে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই বাগানের ২৫ শতাংশ ফুল ফুটেছে। পর্যটন বিভাগ পরের মাসের গোড়ার দিকে টিউলিপের বাগানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। পর্যটনের এই সময় পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ। গত বছর করোনা মহামারীর কারণে লকডাউন হয়েছিল। ফলে বন্ধ ছিল টিউলিপ গার্ডেন। তবে এ বছর করোনা বিধি মেনেই বাগানে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে ফর্টিকালচার ডিপার্টমেন্ট। পর্যটকদের অবশ্যই ফেস মাস্ক পরতে হবে। সঙ্গে স্যানিটাইজার থাকা বাধ্যতামূলক। বাগানে প্রবেশের পথে প্রত্যেকের থার্মাল চেকিং হবে। পর্যটকদের জন্য বাগানের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার ও স্যানিটাইজার বসানো হয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.