করোনা আক্রান্তকে ইমরানকে মোদীর শুভেচ্ছা, ভারত-পাক ভাইচারার আশায় কেপি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে খবর শোনামাত্র শত্রুতা ভুলে প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতার সুস্থতা কামনায় টুইট করতে ভোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাকে সৌজন্য হিসেবে দেখছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। এবার অনন্ত ভারত ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়বে বলে আশা কেপির। তাতে অন্তত ক্রিকেট সম্বৃদ্ধ হবে বলে মনে করেন প্রাক্তন ব্রিটিশ তারকা।

করোনা আক্রান্ত ইমরান

প্রথম পর্বের ধাক্কা কাটিয়ে ওঠা পাকিস্তানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। সাধারণ মানুষ তো বটেই, অতিমারীর নতুন চরিত্রে সংক্রমিত হয়েছেন পাক প্রধানমন্ত্রী তথা সেদেশের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। সুশ্রুষার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

নরেন্দ্র মোদীর টুইট

রাজনৈতিক এবং কূটনৈতিক টানাপোড়েনের জেরে সম্পর্কে যতই অবনতি ঘটুক, সৌজন্য প্রদর্শনে যে তাঁর জুরি মেলা ভার, তা প্রমাণ করলেন নরেন্দ্র মোদী। এক লহমায় ব্যবধান ঘুঁচিয়ে ইমরান খানের সুস্থতা কামনায় সামিল হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এই ইস্যুতে টুইট করেছেন নরেন্দ্র মোদী।

আশায় পিটারসেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্যে মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসেন। তাঁর আশা, এবার অন্তত পুরনো সংঘাত ভুলে কাছাকাছি আসবে দুই দেশ। অতি প্রতীক্ষিত ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বাস্তবায়িত হওয়ার স্বপ্ন দেখতেও শুরু করেছেন কেপি। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের টুইটে আবেগতাড়িত হয়েছেন দুই দেশের নেটিজেনরা।

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ

২০১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এরপর দুই দেশ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হলেও রাজনৈতিক জটিলতা সেখানেও থাবা বসিয়েছে। ভারত-পাক সম্পর্কের বৈরিতা ছাপ ফেলেছে আগামী এশিয়া কাপ আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ না খেলার বার্তা দিয়ে রেখে পাকিস্তানও।

More NARENDRA MODI News