নয়াদিল্লি : চাকুরী প্রার্থীদের জন্যে সুখবর। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস( Military Engineering Services)।এই নিয়োগ হবে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে।দ্রুত
সুপারভাইজার এবং ড্রাফটসম্যান পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (MES) অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ এর আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১২ ই এপ্রিল ২০২১ এর মধ্যে আবেদন করতে পারবেন। দু’টি পদের ক্ষেত্রেই বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা।নিয়োগ হবে পুনের দক্ষিন কমান্ডের সদর দফতরে।

সকলের জানা আছে যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেয়।সুতরাং MES-এর সুপারভাইজার এবং MES-এর ড্রাফটসম্যান হিসাবে নিয়োগের পর অনেক সুযোগ উন্মুক্ত হয়ে যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সুপারভাইজার পদে ৪৫০ জনকে এবং ড্রাফটসম্যান পদে ৫২ জন নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৫০২টি আসনে নিয়োগ করা হবে।আবেদন করতে হবে কেবলমাত্র অনলাইনে।শূন্য পদের বিন্যাস, শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি সহ অন্যান্য জরুরি তথ্য এই প্রতিবেদনে উপস্থাপন করা হল।

MES Recruitment 2021:শূন্য পদের বিন্যাস
সুপারভাইজার পদে ৪৫০ জন
ড্রাফটসম্যান পদে ৫২ জন

MES Recruitment 2021: আবশ্যিক যোগ্যতা
সুপারভাইজার (ব্যারাক অ্যান্ড স্টোর) পদের জন্য আবেদনকারীর কলা (আর্টস) বা বিজ্ঞান শাখায় ডিগ্রি থাকা জরুরি।ড্রাফটসম্যান পদের ক্ষেত্রে আবেদনকারীর যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচারাল অ্যাসিসট্যান্টশিপ-এ ৩ বছরের ডিপ্লোমার শংসাপত্র থাকতে হবে।

MES Recruitment 2021:বয়সসীমা
উল্লেখিত দু’টি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর হওয়ার চাই। তবে অনগ্রসর শ্রেণির বা সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

MES Recruitment 2021:বেতন কাঠামো
মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের (MES) উল্লেখিত সুপারভাইজার এবং ড্রাফটসম্যান এই দু’টি পদের ক্ষেত্রেই ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা।

MES Recruitment 2021:আবেদন ফি
আবেদনের ফি বাবদ ১০০ টাকা দিতে হবে।মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের অফিসিয়াল ওয়েবসাইট mes.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করে লগ-ইন করতে হবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।