স্টাফ রিপোর্টার, বাঁকুড়া:  পশ্চিমবঙ্গে সরকার গড়েই প্রথম দুর্নীতিগ্রস্থদের জেলে ভরবে বিজেপি৷ বৃহস্পতিবার বাঁকুড়ার তালড্যাংরায় বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এদিন তিনি বলেন, “মমতা দিদিকে জিজ্ঞাসা করতে চাই কেন্দ্র যে টাকা পাঠায় সেই টাকা কোথায়, আমাদের সরকার হলে পকেট থেকে সেই টাকা বের করবো”। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুর্নীতিবাজদের জায়গা হবে জেল।”

একুশের নির্বাচনে তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসবে বিজেপিই , এ নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী রাজনাথ সিং৷

বিস্তারিত আসছে

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।