এনডিএ পেতে পারে ৬৯ টি আসন
ভোট হতে চলেছে অসমে। এবার অসমের নির্বাচনে এনআরসি,নাগরিকত্ব আইন যে প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এতে লাভবান হতে চলেছে এনডিএ শিবির অর্থাৎ বিজেপিই। সমীক্ষায় পূর্বাভাস অনুযায়ী ৬৯ টি আসন পেয়ে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ ৫৬ টি আসন পেতে পারে।
বাড়তেও পারে, কমতেও পারে
তবে সমীক্ষায় দেওয়া তথ্য অনুযায়ী এনডিএ পেতে পারে ৬৫-৭৩ টি আসন। অন্যদিকে ইউপিএ পেতে পারে ৫২-৬০ টি আসন। অন্যদিকে অন্যরা পেতে পারে ০-৪ টি আসন।
এগিয়ে সর্বানন্দ সোনওয়াল
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালই। তাঁকে ৪৬.২ শতাংশ মানুষ পছন্দ করেন। অন্যদিকে কংগ্রেসের গৌরব গগৈকে পছন্দ করেন ২৫.২ শতাংশ মানুষ। বিজেপিরই হিমন্ত বিশ্বশর্মাকে পছন্দ করেন ১৩ শতাংশ মানুষ। তারপরে রয়েছেন এআইইউডিএফ-এর বদরুদ্দিন আজমল। তাঁকে পছন্দ করেন ৫.৭ শতাংশ মানুষ।
ভোট শতাংশের নিরিখে
কংগ্রেস-মহাজোট কি মুসলিম ভোটব্যাঙ্ককে ধরে রাখতে পারবে, এই প্রশ্নের উত্তরে ৩৯.৭ শতাংশ মানুষ হ্যাঁ বলেছেন। অন্যদিকে ৪১.৬ শতাংশ মানুষ না বলেছেন। আর ১৮.৭ শতাংশ মানুষ কোন উত্তর দিতে চাননি। অমিত শাহ বলেছিলেন, এআইইউডিএফকে ভোট দেওয়া মানে অবৈধ অনুপ্রবেশের পক্ষে ভোট দেওয়া, এই মতের সঙ্গে সহমত হয়েছেন ৪৪.৪ শতাংশ মানুষ। অন্যদিকে ৩৮.৭ শতাংশ মানুষ বলেছেন না।