কলকাতায় কত পেট্রোল-ডিজেলের দাম
কলকাতায় বুধবার পেট্রোলের দাম কমল ১৭ পয়সা। কলকাতায় এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ১৮ পয়য়া। ডিজেলের দামও ১৭ পয়সা কমেছে। দাম দাঁড়িয়েছে ৮৪ টাকা ১৮ পয়সা। কলকাতার পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম কমেছে দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে।
দিল্লি-মুম্বই-চেন্নাইয়ের দর
দিল্লিতে ১৮ পয়সা কমে পেট্রোলের দাম ৯০.৯৯ পয়সা আর ১৭ পয়সা কমে ডিজেলের দাম ৮১ টাকা ৩০ পয়সা। মুম্বইয়ে ১৭ পয়সা কমে পেট্রোলের দাম ৯৭.৪০ পয়সা আর ১৮ পয়সা কমে ডিজেলের দাম ৮৮ টাকা ৪২ পয়সা। আর চেন্নাইয়ে ১৬ পয়সা কমে পেট্রোলের দাম ৯২.৯৫ পয়সা আর ১৬ পয়সা কমে ডিজেলের দাম ৮৬ টাকা ২৯ পয়সা হয়েছে।
এক বছর পর প্রথম দাম কমল
বিগত এক বছর ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই যাচ্ছিল। লাগাতর এই বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছিল দেশবাসীর। বিশ্ববাজারে যখন তেলের দাম কমছে, তখন ভারতে তেলের দাম বৃদ্ধিতে আকাশছোঁয়া হচ্ছিল নিত্যপণ্যও। এদিন এক বছর পর প্রথম দাম কমায়, আশায় বুক বাঁধতে শুরু করল দেশবাসী।
পেট্রোল-ডিজেলের দাম কতটা স্বস্তি দিল
শুধু পেট্রোপণ্যই নয়, গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে। ফলে কেন্দ্রের মোদীর সরকারের দিকে আঙুল তুলেছে জনতা। এক বছর পর বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় স্বস্তির হাওয়া। আমজনতার খানিক স্বস্তি মিলতে পারে জ্বালানি তেলের দাম কমায়।