কলকাতা: বাড়লে বয়স সবাই মানুষ হয় কি? আসলে আমরা যতই বড় হয়ে যাই না কেন কিছু খুব ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয় জিনিস আমাদের সময়কে বেঁধে রাখে অতীতের সাথে বা বলা ভালো নস্টালজিয়ার মায়াতে। কথায় বলে, ‘টাইম এন্ড টাইড ওয়েট ফর নান’ অর্থাৎ সময় এবং স্রোত কারো জন্য থেমে থাকে না। কিন্তু পুরনো পাড়া, পুরনো বাড়ি, পুরনো বন্ধু-বান্ধব বা পুরনো প্রেমের চেনা ছন্দের হাতছানি যতবার আমাদের জীবনে আসে আমরা কখনইতা উপেক্ষা করতে পারি না।

তেমনই বহু পরিচিত আমাদের ছোটবেলাকার বন্ধু কাগজের তৈরি এরোপ্লেন। নব্বইয়ের দশক হোক বা আজকের যুগের টেক ফ্রেন্ডলি কচিকাচা, প্রত্যেকেই কাগজের তৈরি এরোপ্লেন উড়িয়ে নিজেদের স্বপ্নকে পূর্ণতা দিয়েছে।

ছোটবেলা থেকে যৌবনের সেই নস্টালজিয়ার কথা উঠে এল অভিনেতা গায়ক ঈশান মজুমদারের নতুন সিঙ্গেল ‘উড়োজাহাজ’ এ। শিল্পা নাগোজির পরিচালনায় ঈশান মজুমদারের গলায় এই গানে পুরনো স্মৃতিচারণায় ডুব দিলেন তিনি। সময় পরিবর্তনশীল হলেও কি করে আমাদের ছেলেবেলা, ভালোলাগা আর বর্তমান সময়ে কোথাও না কোথাও এক হয়ে যায় তাই ধরা পড়ল উড়োজাহাজ গানের ভিডিওতে। তবে খুব বুদ্ধিদীপ্তভাবে এই গানের ক্ষেত্রে ঈশান এবং শিল্পা দুজনে শুধুই যে ছোটবেলা এবং নস্টালজিয়ার ভালো সময়কে তুলে ধরেছেন এমনটা নয়। ছেলেবেলার কিছু মন খারাপ করা স্মৃতিও খুব আবছা করে বুঝিয়ে দিয়েছেন তাঁরা। কখনো সাদা কালো কখনো রঙিন জীবনের নানান মুহূর্তের যেন কালার প্যালেট ঈশানের নতুন গান ‘উড়োজাহাজ’।

রাহুল সরকার এবং সৌত্রিক ব্যানার্জির প্রোগ্রামিং ও ব্যবস্থাপনায়, ঈশানের গাওয়া এই গান আপাতত ইউটিউবে ট্রেন্ডিং। তাই বাইরে খুব গরম হলেও একবার এই মিউজিকল উড়োজাহাজে চড়ে ছোটবেলার ফেলে আসা স্মৃতি ভরা স্বপ্নের দুনিয়ায় উড়ান আপনি দিতেই পারেন। ডুব দিয়ে আসতেই পারেন মনের ভেতর রেখে দেওয়া নস্টালজিয়ার গভীর সাগরে। এখানে ভালোবাসা ভালো থাকা মিলেমিশে এক।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।