বহিরাগত তত্ত্ব ও বিজেপি বনাম তৃণমূল
প্রসঙ্গত, বহিরাগত তত্ত্বে তৃণমূল প্রথম থেকেই বিজেপির ভিন রাজ্যের নেতাদের দিকে তাক করতে শুরু করে। যার জবাবে নন্দীগ্রামে মমতাকে 'বহিরাগত' বলে টার্গেট করে বিজেপি। এমন এক পরিস্থিতিতে বিজেপিকে রুখতে যাবতীয় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেস
এদিকে, বিজেপি শাসিত রাজ্য থেকে যাতে বাংলার বুকে কোনও পুলিশ মোতায়েন না হয়, তা নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল এমন দাবি নিয়ে বড় পদক্ষেপের পথে এবার। এই মর্মে কমিশনের দ্বারস্থ হয়েছে দল ।
তৃণমূল কী জানিয়েছে চিঠিতে?
তৃণমূলের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, অবিজেপি রাজ্য থেকে SAP মোতায়েন নিয়ে তারা কোনও বিরোধিতা করছে না। তবে, বাংলার ভোটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে পুলিশ মোতায়েন নিয়ে তৃণমূলের আপত্তি রয়েছে। এই নিয়ে তারা কমিশনকে একটি চিঠি লিখেছে দল।
কেন বিরোধিতা?
তৃণমূলের তরফে জানানো হয়েছে, নিরপেক্ষতার নিরিখে এই বিজেপি শাসিত রাজ্যের পুলিশ নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তারা ভোট পদ্ধতিকে ব্যাহত করতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বাংলায় আসলে , তা ভোটের ক্ষেত্রে একপাক্ষিকতাকে উস্কে দেওয়ার সামিল হবে বলে দাবি তৃণমূলের।
বিজেপি বিরোধিতায় মাস্টারস্ট্রোক
বিজেপি বিরোধিতায় তৃণমূলের এই পদক্ষেপে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মাস্টারস্ট্রোক দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে মমতা শিবির যে একচুলও জমি বিজেপিকে ছাড়ছে না , তা এই নতুন পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে বলে মত অনেকের। তবে এই নিয়ে কমিশন কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের।