পুনে: রোহিত শর্মা এবং ঋষভ পন্ত। ভারতীয় দলে এই দুই সিনিয়র-জুনিয়েরের খুনসুটির রসায়ন সর্বজনবিদিত। সাম্প্রতিক অতীতে পন্তের ব্যাটিং পারফরম্যান্সের সমালোচনায় মুখর হয়েছিল সমালোচকদের একাংশ। সিনিয়র হিসেবে রোহিত তখন সংবাদমাধ্যমের সামনে আগলেছিলেন তাঁর জুনিয়রকে। কিন্তু বুধবার প্রকাশ্যে পন্তকে মধ্যাম দেখিয়ে বিতর্কে জড়ালেন ‘হিটম্যান’। পন্তকে প্রকাশ্যে মধ্যমা দেখানোয় রোহিতের উপর বিক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ।

মধ্যমা দেখানোয় নাকি লাইফস্টাইলে উগ্রতা প্রকাশ পায়। এটি এমন একটি অঙ্গভঙ্গি, যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। নেটদুনিয়ায় ‘হিটম্যান’কে উদ্দেশ্য করে এমনই সব মতামত পোষণ করেন নেটাগরিকেরা। কিন্তু আসল ঘটনা কী? কেনই বা ঋষভকে মধ্যমা দেখাতে গেলেন রোহিত? আসলে পন্তের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এদিন ভাইরাল হয় ভিডিওটি। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের এদিন ছিল রুটিন কোভিড পরীক্ষা।

রোহিতের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহের মুহূর্ত ক্যামেরাবন্দী করছিলেন পন্ত। ভিডিওতে দেখা যাচ্ছে নমুনা সংগ্রহের পর পন্ত মজার ছলে সিনিয়রকে জিজ্ঞেস করেন, ‘দাদা কেমন আছো?’ পালটা মজার ছলেই ঋষভকে মধ্যমা প্রদর্শন করেন ‘হিটম্যান’। নিছক মজার ছলেই বন্ধুত্বপূর্ণ ভাব লেনদেনের মধ্যে ঘটে গোটা ঘটনাটি। যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন পন্ত। বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করার জায়গা না থাকলেও সোশ্যাল মিডিয়ার যুগে এসব বিষয়ে পুরোপুরি বিতর্ক এড়িয়ে যাওয়া একপ্রকার অসম্ভব। কেউ কেউ বলছেন বায়ো-বাবলে ঘন ঘন কোভিড পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার পর ক্রিকেটাররা আসলে ঠিক কোন অবস্থায় রয়েছেন, সেটাই প্রকাশ পেয়েছে রোহিতের মধ্যমা প্রদর্শনে।

উল্লেখ্য, মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান-ডে ম্যাচে ভারত জিতলেও জোড়া চোট উদ্বেগ বাড়িয়েছে শিবিরে। শ্রেয়স আইয়ার বাকি সিরিজ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়েছেন আইপিএলের প্রথম ভাগেও। তাঁর কাঁধের হাড় সরেছে। অন্যদিকে কনুইয়ের চোটে দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত রোহিতও। মঙ্গলবার প্রথম ম্যাচে ১৪৮ কিমি বেগে মার্ক উডের ডেলিভারি এসে লাগে ‘হিটম্যানে’র কনুইয়ে। ফিল্ডিং’য়েও নামতে পারেননি তিনি। সবমিলিয়ে মনে করা হচ্ছে দ্বিতীয় ম্যাচে লোকেশ রাহুল ধাওয়ানের সঙ্গে ওপেনে নামবেন। অন্যদিকে রোহিতের পরিবর্তে একাদশে ঢুকবেন পন্তই।

ধাওয়ানের ৯৮ ছাড়াও কোহলি, রাহুল এবং অভিষেকে ক্রুনাল পান্ডিয়ার অর্ধশতরানে মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩১৭ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে ১৩৫ রানের ওপেনিং পার্টনারশিপের পরেও ২৫১ রানে অল-আউট হয়ে যায় মর্গ্যানের ইংল্যান্ড। ৬৬ রানে জিতে তিনম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।