আম্পায়ারদের অপমান করেছেন বিরাট
ডিআরএসের আম্পায়ার কল নিয়ে বিরাট কোহলির প্রতিবাদে ক্ষুব্ধ হয়েছেন ডেভিড লয়েড। এভাবে ভারত অধিনায়ক ফিল্ড আম্পায়রদের অপমান করেছেন বলে দাবি প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারের। কোনও বিক্ষিপ্ত ঘটনা নয়, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা দ্বিপাক্ষিক সিরিজেই বিরাট আম্পায়ারদের ওপর চাপ প্রয়োগ করে গিয়েছেন বলে দাবি লয়েডের।
আইসিসি-র বিষয়টি দেখা উচিত
ক্রিকেটে মাঠে এবং বাইরে আম্পায়ারদের নিয়ে বিরাট কোহলির মনোভাব মেনে নিতে পারছেন না ডেভিড লয়েড। এ ব্যাপারে তিনি আইসিসি-র হস্তক্ষেপও দাবি করেছেন। কেবল আম্পায়ার নন, মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ভারত অধিনায়কের ব্যবহার যে গ্রহণযোগ্য নয়, সে দিকেও বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।
সৌজন্য হারাচ্ছে
ডেভিড লয়েডের কথায়, তাঁদের সময় ডিআরএসের সুবিধা ছিল না। ফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্ত ভুল হলেও, তা মেনে নিতে হত। কিন্তু এখন সেই সৌজন্য ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার।
কী বলেছিলেন বিরাট
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচ চলার সময় ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের ক্যাচ মাটি ঘেঁষে ধরেন ডেভিড মালান। নিয়ম মাফিক একট সফট সিগন্যাল দিয়ে বিষয়টি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের দিকে ঠেলে দেন ফিল্ড আম্পায়ার। কার্যত নট আউট হওয়া সত্ত্বেও সূর্যকে আউট দেওয়া হয়। ঘটনায় ক্ষোভ উগড়ে দেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের মনে করেন, ফিল্ড আম্পায়ারের সফট সিগন্যালই যত গড়বড়ে। তাতে ধোঁয়াশা তৈরি হয় বলে মনে করেন ভিকে।