রেইকিয়াভিক: ৬ হাজার বছর শান্ত থাকার পরে হঠাৎই অগ্ন্যুৎপাত শুরু করেছে আইসল্যান্ডে আগ্নেয়গিরি। কয়েকশো মানুষ এই অগ্নুৎপাত দেখতে সেখানে পৌঁছেছে। এছাড়াও বিজ্ঞানীদের একটি দলও সেখানে হাজির হয়েছে। তাঁরা মূলত লাভা এবং আগ্নেয়গিরি নিয়ে গবেষণা করছেন।এই বিজ্ঞানীরাই ঘটালেন এক অবাক কাণ্ড।

আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে করতে হঠাৎই খিদে পায় তাঁদের। বিজ্ঞানীদের কাছে ছিল বোন ও চিকেন সসেজ। এই বোন ও চিকেন সসেজ গরম লাভাতেই সেঁকে ফেলেন বিজ্ঞানী। এরপর টমেটো সস দিয়ে খান তৃপ্তি করেই।

 

Scientists take some time out studying a #volcano by grilling hot dogs on hot lava.
pic.twitter.com/0RO4SKvC7p

— Joint Cyclone Center (@JointCyclone) March 23, 2021

বিজ্ঞানীদের টিমের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। এই হটডগ বানাতে গিয়ে যে উপায় বিজ্ঞানীরা বেছে নিয়েছেন তাতে রীতিমতো চমকে উঠেছে সারা বিশ্ব। সাধারণত, হটডগের মধ্যে পুর হিসেবে যে সসেজ দেওয়া হয় তা আগে গ্রিল করা হয়। কিন্তু আগ্নেয়গিরিতে যে উপায়ে গ্রিল করা হল, তাতে চোখ কপালে উঠেছে সকলের।

শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিক শহর থেকে প্রায় ৩২ কিমি দূরে ফাগ্রাদালস পর্বতে আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ করতে করে। ঘটনায় সে দেশের স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সঞ্চার হয়েছে। গত ৭৮১ বছরে রেইকিয়াভিক অঞ্চলে এমন ঘটনা এই প্রথমবার ঘটছে বলে জানানো হয়েছে। এছাড়া আগ্নেয়গিরির মুখে ঘটছে বিস্ফোরণের ঘটনাও। গত ৬ হাজার বছরে এমন বিস্ফোরণ হয়নি বলে দাবি করা হচ্ছে।

বলা হচ্ছে, গত চার দিন ধরে আগ্নেয়গিরি থেকে ১ কোটি বর্গফুট লাভা বেরিয়ে এসেছে। এমনকি বেশ কয়েকবার লাভা ৩০০ ফুট ওপরেও উঠতে গিয়েছে। এখনও অনর্গল ভাবে লাভা বের করে চলেছে এই আগ্নেয়গিরি। আরও বেশ কিছুদিন এমনই হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

 

Impressive to see from a few metres distance #Iceland #Volcano pic.twitter.com/GW6FUjMWyb

— Guyon Philips (@GuyonPhilips) March 21, 2021

আইসল্যান্ডের আবহাওয়া দফতরের আশ্বাসবাণীতে অবশ্য আপাতত কিছুটা স্বস্তিতে রয়েছে সেখানকার মানুষ। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ হয়েছে তা ছোট আকারের। তাই স্থানীয় মানুষদের আপাতত ঘর খালি করতে হবে না। আগ্নেয়গিরির কাছাকাছি যে শহরটি রয়েছে তাঁর দূরত্ব ফাগ্রাদালস পর্বত থেকে প্রায় ১০ কিমি।

এই ঘটনা নিয়ে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোটার টুইট করে জানিয়েছেন, সাধারণ মানুষ যেন ওই এলাকায় না যান এবং সকলেই যেন নিরাপদে থাকেন। স্থানীয় কর্তৃপক্ষ যাতায়াত রোধে আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে। পরিবেশ দূষণের ব্যাপারেও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।