বাম-কংগ্রেস-আইএসএফ জোট সুবিধা করে দিচ্ছে গেরুয়া শিবিরের
ভোট শুরুর মুখে জনমত সমীক্ষায় আভাস তৃণমূল কংগ্রেসের ভোটে থাবা বসাচ্ছে বাম-কংগ্রেস-আইএসএফ জোট। ফলে তৃণমূলের ভোট কমছে এক ধাক্কায় অনেকটাই। আগের জনমত সমীক্ষার তুলনায় ৩ শতাংশ ভোট কমছে। বিজেপির ভোট না বাড়লেও, তৃণমূলের ভোটে থাবা বসিয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোট সুবিধা করে দিচ্ছে গেরুয়া শিবিরের।
তৃণমূলের ভোটে বাম-কংগ্রেস-আইএসএফের জোটের থাবা
যে জনমত সমীক্ষা একেবারে ভোটের মুখে সামনে এনেছে সিএনএক্স, তাতে দেখা যাচ্চে আসনসংখ্যা বিরাট বাড়িয়ে নিতে সমর্থ হচ্ছে বিজেপি। তৃণমূলের ভোটে বাম-কংগ্রেস-আইএসএফের জোট থাবা বসানোয় বিজেপি পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। তৃণমূলের আসন সংখ্যা কমে হতে পারে ১৩৬ থেকে ১৪৬টি।
তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বিজেপি
বাম-কংগ্রেস-আইএসএফ জোট ভোট বাড়িয়ে তৃণমূলকে বিপাকে ফেলতে সমর্থ হবে। কিন্তু নিজেদের আসন সংখ্যা বেশি বাড়াতে পারবে না বলেই পূর্বাভাস দিয়েছে সিএনএক্স। এই সুযোগ নিয়ে বিজেপি একেবারে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। পরিস্থিতি যা ত্রিশঙ্কু হবে বাংলার ভবিষ্যৎ। আর মাত্র ১৪ থেকে ১৮ আসন জিতেই কিং-মেকার হয়ে উঠতে পারে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম-কংগ্রেস-আইএসএফ জোট।
বাম-কংগ্রেসের লক্ষ্য বাংলার ভোটে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া
সমীক্ষা অনুয়ায়ী তৃণমূল ভোট শতাংশ নেমে আসবে ৪০-এ। সেখানে বিজেপি পাবে ৩৮ শতা্ংশ ভোট। আর ১৬ শতাংশ ভোট নিয়ে বাম-কংগ্রেস-আইএসএফই কিংমেকার হয়ে উঠবে। বাম-কংগ্রেসের লক্ষ্য ছিল বাংলার ভোটে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া। এই পূর্বাভাস যদি মিলে যায়, তবে আইএসএফকে জোটে নেওয়া সার্থক হবে তাদের।
প্রধান বিরোধী তকমা হারালেও তারা কিংমেকার হবে
২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২১১টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৭৭টি আসন। বাম-কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল। সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধারেকাছে পৌঁছতে পারেনি বাম-কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। এবার প্রধান বিরোধী তকমা হারালেও যদি তারা কিংমেকার হয়ে উঠতে পারে, তা হবে সংযুক্ত মোর্চার পক্ষে স্বস্তির।
আইএসএফ তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসালে...
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল অর্ধেক হয়ে গিয়েছিল। ২০২১-এ তৃণমূলকে সাফ করার লক্ষ্য নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। আইএসএফ তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসালে বিজেপির সুবিধা হয়ে যাবে। লোকসভার নিরিখে বিধানসভা আসনের ১৬৪টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর বিজেপির লোকসভা আসন সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হওয়ার পথে বিধানসভায় ১২১টি আসনে এগিয়েছিল। বাম-কংগ্রেস এগিয়েছিল মাত্র ৯টি আসনে।