রাজ্যের সাত জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সকাল থেকেই রোদের তেজ। তবে বেলা বাড়তেই কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে সঙ্গে ছিল অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া (weather)। এদিন রাজ্যের প্রায় সর্বত্র তাপমাত্রা (temperature) বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা সামান্য বেড়ে হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)।

অবস্থান করছে ঘূর্ণাবর্ত

মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার ওপরে একটি এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কোঙ্কন, গোয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ২৭ মার্চ নাগার পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়তে চলেছে। যার জেরে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতও হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় কোথাও কোনও রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। সোমবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬ (২২.৮)

বালুরঘাট ২১.২ (১৮.৮)

বাঁকুড়া ২৬ (২৩.৬)

ব্যারাকপুর ২৩ (২২.৪)

বহরমপুর ১৭.৬ (২০.৪)

বর্ধমান ২৪.৬ (২৪.৮)

ক্যানিং ২৪.৬ (২৫)

কোচবিহার ২১.২ (২০.২)

দার্জিলিং ১১.৮ (১১.৪)

দিঘা ২৫.৫ (২৬.২)

কলকাতা ২৬.৬ (২৫.৭)

মালদহ ২৬.৪ (২৪.৬)

পানাগড় ২৫.৮ (২০.৯)

পুরুলিয়া ২৩.৩ ( ২১.৫)

শিলিগুড়ি ২১.২ (১৯.৫)

শ্রীনিকেতন ২৩.৪ (২২.৮)

বিজেপি বিরোধিতায় আরও এক মাস্টারস্ট্রোক মমতাদের, পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ

বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রচার, সাথে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

More WEATHER News