৫০,০০০-র দিকে এগোচ্ছে দৈনিক করোনা সংক্রমণ, উদ্বেগে হোলি বন্ধ করল দিল্লি, বাড়ছে করোনায় মৃত্যুও

আরও বাড়ল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭,২৬২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৭,৩৪,০৫৮ জন। পরিস্থিতি সামাল দিতে নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একাধিক রাজ্যকে নতুন করে গাইডলাইন পাঠানো হয়েছে। মাইক্রো কন্টেইনমেন্ট জোন করার কথা বলা হয়েছে।

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। হু হু করে বাড়ছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে চলায়য় ফের তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২৭৫ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬০,৪৪১ জন। আগে থেকেই সতর্ক হয়ে গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ৪৫ বছর বয়সের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের করোনা টিকা দিতে হবে। ১ এপ্রিল থেকেই গোটা দেশে এই করোনা টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

এদিকে করোনা সংক্রমণ বাড়তে পারে এই আশঙ্কায় রাজধানী দিল্লিতে হোিলর সবরকম অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সবে বরাতের জমায়েত এবং নবরাত্রির অনুষ্ঠানেও। এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরেও। আন্তর্জাতিক উড়ানেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গতকাল থেকে। ৩০ এপ্রিল পর্যন্ত িনষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

More CORONAVIRUS News