ভারতের প্রতিটা টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য পোস্টপেড এর জন্য নানা নতুন পরিষেবা নিয়ে এসেছে। গ্রাহকরা এখন পোস্টপেডের মাধ্যমে একটা কানেকশনে দুই থেকে তিনজন সংযুক্ত হতে পারে। এর পাশাপাশি সমস্ত টেলিকম সংস্থা আনলিমিটেড কলের ব্যবস্থা, দিনে ১০০ টা করে এসএমএস পরিষেবা দিয়ে থাকে। তবে সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে বর্তমানে প্রায় ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলি নানা ওটিটি প্লাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশনের ব্যবস্থা দিয়ে থাকছে গ্রাহকদের।
ভারতে সবথেকে বড়ো তিনটি টেলিকম সংস্থা জিও, ভিআই(ভোডাফোন-আইডিয়া) এবং এয়ারটেল। প্রায় সমস্ত গ্রাহক এই তিনটি টেলিকম সংস্থার পরিষেবা ব্যবস্থা গ্রহণ করে থাকে। তবে এই তিন টেলিকম সংস্থার মধ্যে কোন সংস্থা বেশি সাশ্রয়ী কিংবা কে একই টাকার বিনিময়ে অধিক পরিষেবা দেয় তা জানেন কী? চলুন দেখে নেওয়া যাক কোন টেলিকম সংস্থা তাদের পোস্টপেড গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং অধিক পরিষেবা দিয়ে থাকে।
৩৯৯ টাকার পোস্টপেড রিচার্জ জিও, এয়ারটেল এবং ভিআই উভয় টেলিকম সংস্থা গ্রাহকদের দিয়ে থাকে। জিও ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৭৫জিবি ডাটা পরিষেবা দিয়ে থাকে যেখানে ২০০ জিবি ডাটা রোলওভার করতে পারে গ্রাহকরা। এর পাশাপাশি জিও ৩৯৯ টাকার পোস্টপেড রিচার্জে গ্রাহকরা পায় নেটফ্লিক্স, ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম, জিও সিকিউরিটি এবং জিও সার্ভিস ব্যবস্থাও। এছাড়াও ১০০ এসএমএস আনলিমিটেড কলেরও সুবিধাও পায় গ্রাহকরা।
এয়ারটেল গ্রাহকরা ৩৯৯ টাকার রিচার্জে পায় ৪০জিবি ডাটা, আনলিমিটেড কল এবং ১০০ এসএমএস এর ব্যবস্থা। এছাড়াও ১ বছরের জন্য অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন এবং থ্যাংক্স বেনিফিট। অন্যদিকে ভিআই এর গ্রাহকরা ৩৯৯ টাকার রিচার্জে পেয়ে থাকে ৪০ জিবি ডাটা যেখান থেকে গ্রাহকরা ২০০জিবি ডাটা রোলওভার করতে পারে। এর পাশাপাশি একজন গ্রাহক পাবে ভিআই মুভি এবং টিভি ভিআইপি সুবিধা।
৮০০ টাকার পোস্টপেড রিচার্জ প্ল্যান জিও এবং ভিআই গ্রাহকদের দিয়ে থাকে ৭৯৯ টকায় যেখানে এয়ারটেল এই রিচার্জ প্ল্যানের দাম রেখেছে ৭৪৯ টাকা। জিও ৭৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকদের দেয় মোট ১৫০জিবি ডাটা এবং ২০০জিবি রোলওভারের সুবিধা। এছাড়াও ১০০ এসএমএস, আনলিমিটেড কল এবং অ্যামাজন প্রাইম, ডিজিনি প্লাস হটস্টার ভিআইপি, জিও অ্যাপ, নেটফ্লিস্ক, জিও টিভি, জিও নিউজ।
এয়ারটেল তাদের ৭৪৯ টাকার পোস্টপেড রিচার্জে গ্রাহকদের দিচ্ছে ১২৫জিবি ডাটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা। এছাড়াও অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস হটস্টার এবং এক্সট্রিম বেনিফিটের সুবিধা। এয়ারটেলের এই প্ল্যান ২জন গ্রাহক সংযুক্ত হতে পারবে।
ভিআই তাদের ৭৯৯ টাকার পোস্টপেড রিচার্জে গ্রাহকদের দিচ্ছে ১২০জিবি ডাটা এবং ২০০জিবি রোলওভারের ব্যবস্থা ও ১০০ এসএমএস। এছাড়াও ভিআই গ্রাহকরা এই রিচার্জে পাবে ডিজনি প্লাস হটস্টার, অ্যামাজন প্রাইম, ভিআই মুভি, এবং টিভি পরিষেবা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.