আইপিএলের আগে শ্রেয়সের চোট নিয়ে এই খবরে দিল্লি ক্যাপিটালসের মাথায় হাত

চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের বাকি ম্যাচ খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এমনকী আইপিএলেও ভারতীয় ব্যাটসম্যানের কামব্যাক ঘটবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এহেন পরিস্থিতি দলের নতুন অধিনায়ক নির্বাচন করা নিয়ে দিল্লি ক্যাপিটালসের যে মাথাব্যাথা বাড়ল, তা বলাই যায়।

আইপিএলের প্রথম পর্বে নেই আইয়ার

কাঁধের চোট এতটাই গুরুতর যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অবশিষ্ট দুই ওয়ান ডে ম্যাচে ভারতীয় দলের জার্সিতে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এমনকী আগামী আইপিএলের প্রথম পর্বে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাঁকে খেলতে দেখা যাবে না বলেও খবর। সেক্ষেত্রে দলের নতুন অধিনায়ক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

শ্রেয়সের চোট

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পান শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের অষ্টম ওভার চলার সময় ঝাঁপিয়ে বল ধরতে গিয়ে বাজে ভাবে পড়ে যান মুম্বইকর। যন্ত্রণায় কাতর ক্রিকেটারকে তখনই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কাঁধের হাড় না ভাঙলেও শ্রেয়সের চোট যে গুরুতর, তা তাঁর স্ক্যান রিপোর্টেই ধরা পড়েছে। এই অবস্থায় গোটা এপ্রিল তিনি মাঠে নামতে পারবেন না বলে জানানো হয়েছে। রিহ্যাবিলেশনের জন্য ভারতীয় ব্যাটসম্যানকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হতে পারে বলে খবর।

অধিনায়ক খোঁজার প্রস্তুতি শুরু

শ্রেয়স আইয়ারের অবর্তমানে দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে দিল্লি ক্যাপিটালসের মালিক পক্ষ এবং ম্যানেজমেন্টের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তালিকায় স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রণ অশ্বিন, শিখর ধাওয়ানের মতো পোড় খাওয়া ক্রিকেটাররা থাকলেও, লড়াইয়ে কিছুটা হলেও ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে।

শ্রেয়সের নেতৃত্বে দিল্লির সাফল্য

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসকে সম্পূর্ণ সময়ের জন্য নেতৃত্ব দিয়ে আসছেন শ্রেয়স আইয়ার। সেবারের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল রাজধানীর দল। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার ঘটেছিল এমন ঘটনা। যদিও সেবার ফাইনালে পৌঁছতে পারেনি দিল্লি। শ্রেয়সের নেতৃত্বে ২০২০ সালের আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও তাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়।

আইসিসি টি ২০ ক্রমতালিকায় বিরাটের উত্থান, একদিনের ক্রমতালিকায় উঠলেন শিখর

More IPL 2021 News