২০২১ এ মহারাষ্ট্রে নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল করোনা গ্রাফ

করোনার দ্বিতীয় পিক ঘিরে উদ্বেগের পরিমাণ কমছে না। ক্রমেই উদ্বেগ অব্যাহত রয়েছে মহারাষ্ট্র ঘিরে। ইতিমধ্যে কেন্দ্রের তরফেও জানানো হয়েছে যে মহারাষ্ট্র থেকে পাঞ্জাব নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। এদিকে, মহারাষ্ট্রে এদিন আক্রান্তের পরিসংখ্যান নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।

২০২১ সালে আগের কয়েক সপ্তাহের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। অতিমারী শুরু র পর থেকে এই প্রথম মহারাষ্ট্রে একদিন ৩২ হাজারের কাছাকাছি করোনা আক্রান্তের খবর মিলেছে। করোনার জেরে বুধবার নতুন করে ৯৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা ৩১,৮৫৫ জন। আরব সাগরের তীরের এই রাজ্যে ২,৪৭,২৯৯ জন রোগী সক্রিয় আক্রান্ত।

এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনার জেরে আক্রান্তদের মধ্যে ১২,৬৮,০৯৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়াও ১৩,৪৯৯ জন রয়েছেন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে। মহারাষ্ট্রের অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মুম্বইতে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫১৯০ জন। একদিনে মৃত ৬। দেখা গিয়েছে সবচেয়ে বেশি অ্য়াক্টিভ কেস পুনেতে রয়েছে। সবচেয়ে বেশি আক্রান্তের নিরিখে আগে রয়েছে মুম্বই , পুনে, পুনে রুরাল, নাগপুর, অউরাঙ্গাবাদ, নাসিক।

More MAHARASHTRA News