ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে জয়ের পর যে বিশেষ লাভটা হল ভারতের, কী বলছে সেই তালিকা

মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ওয়ান ডে জয়ের লাভ হাতেনাতে পেয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে গিয়ে আাইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকায় ঠিক যতটা নেমে গিয়েছিল বিরাট কোহলি শিবির, তার কিছুটা পুনরুদ্ধার হল ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয়ে। বর্তমান তালিকায় ভারত কোথায় পৌঁছেছে, তা দেখে নেওয়া যাক।

অষ্টম স্থানে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়ের পর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট দল। এই প্রতিযোগিতার অধীনে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। দুটি জিতেছে এবং দুটিতে হেরেছে। তাদের ঝুলিতে রয়েছে ১৯ পয়েন্ট। বিরাট কোহলিদের নেট রান রেট -০.১৯।

শীর্ষ তিন দল

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪০ পয়েন্টের পাশাপাশি ০.৩৫৭ নেট রান রেটও রয়েছে অ্যারন ফিঞ্চ শিবিরের। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩০। তাদের নেট রান রেট ০.৫৯৩। ৩০ পয়েন্ট নিয়েই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আফগানিস্তান। তাদের নেট রান রেট ০.৫২৭।

কোথায় দাঁড়িয়ে ইংল্যান্ড

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে ইংল্যান্ড। পয়েন্ট ৩০ হলেও নেট রান রেটে (০.৪৭৩) অনেকটাই পিছিয়ে রয়েছে ইয়ন মর্গ্যানের দল। তালিকার পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান।

ভারতের দুর্দান্ত জয়

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হওয়া প্রথম ওয়ান ডে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তোলে ভারত। ১০৬ বলে ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেন শিখর ধাওয়ান। জবাবে শুরুটা ভাল হলেও ২৫১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের লড়াই।

More INDIA VS ENGLAND 2021 News