কে হবেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি? অবসরের আগেই উত্তরসূরির নাম সুপারিশ বোবদের

জল্পনা চলছিল বিগত কিছুদিন থেকেই। অবশেষে সেই জল্পনায় জল ঢেলে দেশের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি এসএ বোবদে। সূত্রের খবর আর মাসখানেক পরই অবসর নেবেন তিনি। এদিকে কিছুদিন আগেই বোবদের কাছ থেকে তাঁর উত্তরসূরি হিসাবে তিনি কাকে দেখতে চাইছেন সে কথা জানতে চেয়েছিল কেন্দ্র। গত শুক্রবারই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ একটি চিঠি লিখে সে কথা জানতে চান।

এমনকী কেন্দ্রের চিঠির উত্তরে বোবদে কী জানান সেই নিয়েও চলছিল তীব্র জল্পনা। অবশেষে এদিন বিচারপতি এনভি রমনের নাম সুপারিশ করলেন বর্তমান প্রধানবিচারপতি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী আগামী ২৩ এপ্রিল অবসর নেবেন বোবদে। সমস্ত কিছু ঠিক থাকলে, এমনকী সমস্ত স্তরে সবুজ সংকেত মিললে তারপরেই বোবদের ফাঁকা আসনে বসবেন এনভি রমন। এবার বোবদের উত্তর মিলতেই কেন্দ্রের তরফেও এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৫৭ সালের ২৭ আগস্ট অন্ধ্রপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি এনভি রমন। ২০০০ সালের জুন মাসে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়ভার গ্রহণ করেন তিনি। সূত্রের খবর দায়ভার গ্রহণ করলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে রমনের মেয়াদকাল হতে চলেছে এক বছর চার মাস। ২০২২ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।

সুপ্রিমকোর্টে ধাক্কা খেয়ে অনিল দেশমুখের বিরুদ্ধে মামলা প্রত্যাহার পরমবীর সিংয়ের

অভিনেতা বাদশা মৈত্রর অদেখা নানা ছবি

More SA BOBDE News